Ajker Patrika

বাবার সঙ্গে মসজিদে গিয়ে নিখোঁজ, ১৬ মাসেও সন্ধান মেলেনি শিশুর

সুলতান মাহমুদ, ঢাকা
বাবার সঙ্গে মসজিদে গিয়ে নিখোঁজ, ১৬ মাসেও সন্ধান মেলেনি শিশুর

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল মসজিদে ছেলে ইব্রাহিমকে (২) নিয়ে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন মো. রানা মিয়া। ফরজ নামাজের জামাত শুরু হলে প্রথম রাকাতের সিজদার সময় ছেলে পাশ থেকে উঠে মসজিদ মাঠে চলে যায়। ফরজ নামাজ শেষ করেই বের হয়ে আর ছেলেকে পাননি রানা মিয়া। 

গত বছরের ১১ আগস্টের ঘটনা এটি। বনানী থানায় মামলা করেন রানা। কিন্তু ঘটনার পর ১৬ মাস পার হলেও ছেলের কোনো সন্ধান পাননি। পুলিশ বলছে, তাঁরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট সন্ধ্যায় দুই বছর বয়সী ছেলে মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বনানী থানাধীন সংক্রামক ব্যাধি হাসপাতাল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান। ফরজ নামাজের প্রথম রাকাতের সিজদার সময় ছেলে হঠাৎ বাবার পাশ থেকে উঠে বেরিয়ে মসজিদ মাঠে চলে যায়। ফরজ নামাজ শেষ করেই ছেলেকে খুঁজতে করতে রানা। না পেয়ে মসজিদের মুসল্লিসহ স্থানীদের বিষয়টি জানান। সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি চলতে থাকে। মসজিদ থেকে মাইকিং করা হয়। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, শিশুটিকে না পেয়ে সংশ্লিষ্টদের সহযোগিতায় আশপাশের সিসি ক্যামেরা দেখতে শুরু করেন রানা মিয়া। একপর্যায়ে লাকিখান জামে মসজিদের বাইরে উত্তর দিকে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, আনুমানিক ৪০ বছর বয়সী অপরিচিত এক নারী ওই দিন সন্ধ্যায় ইব্রাহিমকে জোর করে কোলে তুলে দ্রুত হেঁটে যাচ্ছেন। 

রানা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বনানী থানায় মামলা করার কিছুদিন পর ডিবিতে মামলা তদন্তের জন্য পাঠানো হয়। এরপর ডিবি থেকে পিবিআইতে পাঠানো হয়। বর্তমানে পিবিআই তদন্ত করছে।’ তিনি আরও বলেন, ‘ছেলেকে এখনো পাইনি। মনে হচ্ছে কেউ ভালো মতো তদন্ত করছে না। বাচ্চা কই গেল, মহিলা কই গেল, পুলিশ আজ পর্যন্ত কোনো খবর দিতে পারে নাই।’ 

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কবির হোসেন শুধু বলেন, ‘আমরা চেষ্টা করছি।’ এ নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না সে ব্যাপারে তিনি কোনো কথা বলেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত