নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার নাগরিক ভোগান্তি কমাতে হঠাৎ হঠাৎ ঝটিকা সফরে বের হন মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর রামপুরা এলাকায় ঝটিকা পরিদর্শনে গিয়ে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচল ব্যাহত ও ফুটপাতের টাইলস ভাঙার দায়ে দুটি বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ডিএনসিসি মেয়র এ সময় অব্যবস্থাপনার দায়ে কয়েকটি দোকানমালিকের ট্রেড লাইসেন্স পরীক্ষা করে জরিমানা করারও নির্দেশ দেন। এ সময় অনুমোদন না থাকায় তাৎক্ষণিকভাবে কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শুধু জরিমানা করে ক্ষান্ত হলে চলবে না, নিয়মিত মামলা করে এদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।’
এর আগে সকাল সাড়ে ৮টায় গুলশান-২ নগর ভবনের সামনে থেকে মেয়র মো. আতিকুল ইসলাম মহানগর আবাসিক এলাকার দিকে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফুল-উল ইসলাম।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসীর সেবা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে দায়িত্বে এসেছি। জনসাধারণ কষ্ট করবে, অন্যরা বাড়ি বানাবে রাস্তায় মালামাল রেখে, তা হতে দেওয়া যায় না। শহরের বারোটা বাজিয়ে কাউকে ব্যক্তিগত ব্যবসা করতে দেওয়া হবে না।’
মেয়র আরও বলেন, ‘কেউ ড্রেন বন্ধ করে দোকান বসিয়েছে, কেউ সরকারি পয়সায় করা চমৎকার রাস্তা-ফুটপাত দখল করে বাড়ি নির্মাণ করছে। এগুলো অন্যায়। এগুলো মেনে নেওয়া যায় না। আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে সচেতন হলে কেউ ফুটপাত-রাস্তা বন্ধ করতে পারবে না। কেউ ড্রেনে পানি প্রবেশের লাইন বন্ধ করতে পারবে না।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার নাগরিক ভোগান্তি কমাতে হঠাৎ হঠাৎ ঝটিকা সফরে বের হন মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর রামপুরা এলাকায় ঝটিকা পরিদর্শনে গিয়ে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচল ব্যাহত ও ফুটপাতের টাইলস ভাঙার দায়ে দুটি বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ডিএনসিসি মেয়র এ সময় অব্যবস্থাপনার দায়ে কয়েকটি দোকানমালিকের ট্রেড লাইসেন্স পরীক্ষা করে জরিমানা করারও নির্দেশ দেন। এ সময় অনুমোদন না থাকায় তাৎক্ষণিকভাবে কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শুধু জরিমানা করে ক্ষান্ত হলে চলবে না, নিয়মিত মামলা করে এদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।’
এর আগে সকাল সাড়ে ৮টায় গুলশান-২ নগর ভবনের সামনে থেকে মেয়র মো. আতিকুল ইসলাম মহানগর আবাসিক এলাকার দিকে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফুল-উল ইসলাম।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসীর সেবা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে দায়িত্বে এসেছি। জনসাধারণ কষ্ট করবে, অন্যরা বাড়ি বানাবে রাস্তায় মালামাল রেখে, তা হতে দেওয়া যায় না। শহরের বারোটা বাজিয়ে কাউকে ব্যক্তিগত ব্যবসা করতে দেওয়া হবে না।’
মেয়র আরও বলেন, ‘কেউ ড্রেন বন্ধ করে দোকান বসিয়েছে, কেউ সরকারি পয়সায় করা চমৎকার রাস্তা-ফুটপাত দখল করে বাড়ি নির্মাণ করছে। এগুলো অন্যায়। এগুলো মেনে নেওয়া যায় না। আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে সচেতন হলে কেউ ফুটপাত-রাস্তা বন্ধ করতে পারবে না। কেউ ড্রেনে পানি প্রবেশের লাইন বন্ধ করতে পারবে না।’
রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুজনের বাড়ি রাজশাহী। তাঁরা সহোদর ভাই। বাবা একটি সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী, বেতন সাড়ে ৬ হাজার টাকা বেতন। বাবার সামান্য আয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন, তাই দুই ভাই টিউশনি করতেন...
১ মিনিট আগেকালিয়াকৈরে জুলাই আন্দোলনে ইলিম হোসেন নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার রাতে থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
৩ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে আগামী ৩ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। তবে এ দিন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালু হবে।
১০ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। আজ সোমবার জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক...
২৪ মিনিট আগে