Ajker Patrika

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ আটক ১

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিদেশি পিস্তলসহ আটক ১

নরসিংদীতে একটি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ আহসান আহমেদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। 

এ সময় নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চম্পকনগর গ্রামের নবাব আলী গাজী স্কুলের উত্তর পাশে নিজ বাড়ির উঠান থেকে আহসান আহমেদকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১টি সচল পিস্তল ও ১টি ম্যাগাজিন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, সদর থানার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার শান্ত (২২) ও নজরপুর ইউনিয়নের দড়ি নবীপুর এলাকার জালাল উদ্দিন সরকারের (৫০) সহযোগিতায় এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য বিদেশি পিস্তলটি ৯ থেকে ১০ মাস আগে সংগ্রহ করেন তিনি। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করে গ্রেপ্তার আহসান আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত