Ajker Patrika

মগবাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৩: ১৪
মগবাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন, যাঁর আনুমানিক বয়স ৪০ বছর। 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় হাতিরঝিল থানার পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, সকালে ওয়্যারলেস গেট এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে কয়েকজন যুবক তাঁকে কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এসআই আরও জানান, অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকেরা জানিয়েছিলেন, ওই ব্যক্তি রেললাইনে বসে ছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে তাঁকে অনেক ডাকাডাকি করা হয়। ওই ব্যক্তি ডাকাডাকি না শুনে রেললাইনেই বসে ছিলেন। পরে ট্রেন এসে সজোরে তাঁকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। 

এসআই আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তির পরনে ছিল কালো সোয়েটার ও চেক লুঙ্গি। পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত