Ajker Patrika

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জবিতে বিক্ষোভ ও ছাত্রসমাবেশ

জবি সংবাদদাতা 
আপডেট : ০৬ মে ২০২৪, ১৫: ৫৬
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জবিতে বিক্ষোভ ও ছাত্রসমাবেশ

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। এ সময় মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অংশ নিতে দেখা যায়। 

গাজা যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো ‘স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। 

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘সারা বিশ্বে চলমান ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরাও আজ ক্যাম্পাসে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়েছি। আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিন যতদিন স্বাধীন হবে না বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা সব সময় সক্রিয় থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত