Ajker Patrika

আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন 

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫: ৫৯
আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন 

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সাংবাদিকদের এ কথা জানান।

নাজমুল হক বলেন, ‘আমাদের হাসপাতালে বর্তমানে ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। আর অন্যরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

নাজমুল হক আরও বলেন, ‘একটা লোক যখন অসুস্থ হয়, তাকে একেবারে আগের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন। কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকেই। আমরা চেষ্টার করছি, কত দ্রুত তাদের সুস্থ করা যায়। স্বাভাবিক কাজকর্মে তারা কত দ্রুত ফিরে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচ টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, ক্ষতিগ্রস্ত ভবনটিতে আর কোনো মরদেহ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত