জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুইটি প্রশাসনিক ভবন থাকার পরেও চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রশাসনিক ভবন নির্মাণ করার পাঁয়তারা করছে প্রশাসন। অথচ সেটা না করে অর্ধনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবনটি পূর্ণাঙ্গ করা যায়।’
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মী সোহাগী সামিয়া বলেন, ‘ডাইনিং-ক্যানটিনের খাবারে পুষ্টি নেই, খাবারের মান বাড়াতে প্রশাসন ভর্তুকি দেয় না, অথচ অপ্রয়োজনীয় ভবন করতে তাঁরা উদ্গ্রীব। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ নেই, আবাসন নেই। এখনো শিক্ষার্থীদের গণ রুমে কাটাতে হয় সেদিকে প্রশাসন নজর দিতে চান না। তাঁরা অপরিকল্পিত উন্নয়ন করেই চলেছে। কারণ অপরিকল্পিত উন্নয়নে লুটপাটের সুযোগ পান।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘দেশের ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছেন। আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধানমন্ত্রীকেই আদর্শ মানেন। কিন্তু লুটপাটের বেলায় তাঁদের কোন আদর্শ থাকে না।’
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘প্রশাসন থেকে বলা হয়েছিল জাহাঙ্গীরনগর একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। সেই মডেল বিশ্ববিদ্যালয় যদি হয় অপরিকল্পিত, তাহলে দেশের শিক্ষাব্যবস্থার হাল কেমন তা বলার অপেক্ষা রাখে না।
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন পূর্ণাঙ্গ করতে ৪০ কোটি টাকা ব্যয় হবে। প্রশাসন সেটা না করে নতুন করে তৃতীয় প্রশাসনিক ভবন করতে চায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে। এই অতিরিক্ত ৯৭ কোটি টাকা ভবন নির্মাণে ব্যয় না করে যদি গবেষণা খাতে যোগ হয় তাহলে এটি আসলেই মডেল বিশ্ববিদ্যালয়ে রূপ নিত।’ তিনি তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণ করতে চাইলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুইটি প্রশাসনিক ভবন থাকার পরেও চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রশাসনিক ভবন নির্মাণ করার পাঁয়তারা করছে প্রশাসন। অথচ সেটা না করে অর্ধনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবনটি পূর্ণাঙ্গ করা যায়।’
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মী সোহাগী সামিয়া বলেন, ‘ডাইনিং-ক্যানটিনের খাবারে পুষ্টি নেই, খাবারের মান বাড়াতে প্রশাসন ভর্তুকি দেয় না, অথচ অপ্রয়োজনীয় ভবন করতে তাঁরা উদ্গ্রীব। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ নেই, আবাসন নেই। এখনো শিক্ষার্থীদের গণ রুমে কাটাতে হয় সেদিকে প্রশাসন নজর দিতে চান না। তাঁরা অপরিকল্পিত উন্নয়ন করেই চলেছে। কারণ অপরিকল্পিত উন্নয়নে লুটপাটের সুযোগ পান।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘দেশের ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছেন। আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধানমন্ত্রীকেই আদর্শ মানেন। কিন্তু লুটপাটের বেলায় তাঁদের কোন আদর্শ থাকে না।’
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘প্রশাসন থেকে বলা হয়েছিল জাহাঙ্গীরনগর একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। সেই মডেল বিশ্ববিদ্যালয় যদি হয় অপরিকল্পিত, তাহলে দেশের শিক্ষাব্যবস্থার হাল কেমন তা বলার অপেক্ষা রাখে না।
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন পূর্ণাঙ্গ করতে ৪০ কোটি টাকা ব্যয় হবে। প্রশাসন সেটা না করে নতুন করে তৃতীয় প্রশাসনিক ভবন করতে চায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে। এই অতিরিক্ত ৯৭ কোটি টাকা ভবন নির্মাণে ব্যয় না করে যদি গবেষণা খাতে যোগ হয় তাহলে এটি আসলেই মডেল বিশ্ববিদ্যালয়ে রূপ নিত।’ তিনি তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণ করতে চাইলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
চার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৩ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৩ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে কালচারাল ফ্রন্ট লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকের
৫ ঘণ্টা আগে