Ajker Patrika

আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চলল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২০: ৩৫
আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চলল

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ উদ্বোধন ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পের আরেকটি মাইলস্টোন আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল পরীক্ষণের শুভ উদ্বোধন। এখন থেকে জনগণ নিয়মিত পরীক্ষামূলক চলাচল প্রত্যক্ষ করতে পারবে।

অক্টোবরের শেষ অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশের যাত্রী চলাচলের শুভ উদ্বোধন করবেন বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী।

অক্টোবরের শেষ অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশের যাত্রী চলাচলের শুভ উদ্বোধন করবেন বলে জানান ওবায়দুল কাদেরওবায়দুল কাদের বলেন, ‘আজ থেকে আগামী অক্টোবর মাসের ১৫ তারিখ পর্যন্ত সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট চলবে। এই টেস্ট শুক্রবার দিনে এবং অন্যান্য দিন রাতে চলবে। আগামী অক্টোবরের শেষ প্রান্তে আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘মেট্রোরেলে আমাদের প্রথম কাজ। এরপরে আরও পাঁচটি লাইন আছে। ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ছয়টি লাইনের কাজ আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারব। এই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে কাজ চলেছে। এর জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।’

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরপ্রসঙ্গত, এমআরটি লাইন-৬ প্রকল্পের বর্তমান ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ও সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

প্রথমে প্রকল্পটি মতিঝিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও ১.১৬ কিলোমিটার পরিধি বাড়িয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে প্রকল্পটির ব্যয় ২১,৯৮৫ কোটি টাকা থেকে বেড়ে ৩৩,৪৭২ কোটি টাকা হয়েছে। এ জন্য অতিরিক্ত খরচ হচ্ছে ১১,৪৮৭ কোটি টাকা।

এখন মেট্রোরেল উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ হবে। উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পুরো পথ পাড়ি দিতে যাত্রীদের ব্যয় হবে ১০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত