Ajker Patrika

চুরির অপবাদ নিয়ে যুবকের আত্মহত্যা, সৎ মাসহ গ্রেপ্তার ৩

ধামরাই প্রতিনিধি
চুরির অপবাদ নিয়ে যুবকের আত্মহত্যা, সৎ মাসহ গ্রেপ্তার ৩

ঢাকার ধামরাইয়ে সৎ ছেলে মো. সাগর (২২) নামের এক যুবককে আত্মহত্যায় প্ররোচনার দায়ে সৎমাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। গতকাল সোমবার সকালের দিকে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের ছোট বোন তাসলিমা খাতুন গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ করে আরও দু-তিনজনকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেন। পরে ওই রাতেই তিনজনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরের দিকে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন-নিহত সাগরের সৎমা ফাহিমা (৪০), ফুপু হাজেরা বেগম (৪৮) ও চাচা ইসমাইল হোসেন (৪৪)। তাঁরা সবাই মানিকগঞ্জ জেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

নিহত সাগর মানিকগঞ্জের ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকার তাছের আলীর ছেলে। লেবানন থেকে প্রায় ৮ মাস ধরে দেশে এসেছিলেন তিনি। দেশে এসে তাঁর বাবার সঙ্গে কৃষি কাজে সাহায্য করতেন।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ তার দাদির একটি স্বর্ণের চেইন চুরি হয়। এ ঘটনায় সাগরকে চোরের অপবাদ দেন গ্রেপ্তারকৃত তাঁর সৎ মা, ফুপু ও চাচা। পরে কবিরাজ ডেকে কবিরাজের চালপড়া খাওয়ানোর চেষ্টাসহ নানাভাবে অপমান করেন। এসব সহ্য করতে না পেরে সাগর আত্মহত্যার পথ বেছে নেন। 

পরে খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের ছোট বোন তাসলিমা খাতুন তাঁর সৎ মা ফাহিমাসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে গতকাল রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং আজ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত