Ajker Patrika

শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণে থানায় অভিযোগ

শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণে থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানার অভিযোগ করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) ওই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের মিজানুর রহমান মল্লিক (২০), একই ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের আশিকুর রহমান (২৫), রফিক মণ্ডল (৩৫) ও মানিক মল্লিক (৪৫)। 

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্কুলে কাছে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। এ সময় অভিযুক্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের এক সহপাঠী কল করে বিষয়টি জানায়। স্থানীয় কয়েকজনকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পায়নি। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে মেয়েকে উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মল্লিকের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত