Ajker Patrika

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে নিশান-ফাহিম 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫৮
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে নিশান-ফাহিম 

শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান নিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দ্বিতীয় কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ছায়েদুল হক নিশান, সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম আহমদ চৌধুরী। 

ছায়েদুল হক নিশান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। তিনি মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে এমফিলে ভর্তি হওয়ার চেষ্টায় আছেন। অন্যদিকে ফাহিম আহমদ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ করেছেন। তাঁর সেশন ২০১৪-১৫। 

আজ শনিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি আরিফ মঈনুদ্দিন। 

চলতি বছরের গত ১৭-১৮ জুন অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটিকে আজ শনিবার দাপ্তরিকভাবে ঘোষণা করা হয়। 

কমিটিতে সহসভাপতি হিসেবে এ্যানি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদ, অর্থ সম্পাদক স্কাইয়া ইসলাম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র শীল, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রেহানা পারভিন খুশি, আদিবাসী ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পাদক সুজন তঞ্চঙ্গ্যাঁ, স্কুলবিষয়ক সম্পাদক তানজিনা বেগম নির্বাচিত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বপন রায়, ফিরোজ আহমেদ, আলিশা মুনতাজ, হাজেরা আক্তার ময়ূর প্রমুখ। 

সদ্য বিদায়ী কমিটির সভাপতি আরিফ মঈনুদ্দিন বলেন, গঠনতন্ত্র মেনে দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ও সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

উল্লেখ্য, আলোচনা সভার আগে শিক্ষা দিবস উপলক্ষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সদ্য বিদায়ী সভাপতি আরিফ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছায়েদুল হক নিশান, ফাহিম আহমদ চৌধুরী, সুজয় শুভ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত