Ajker Patrika

পুরান ঢাকায় গ্যাস লিকেজ বিস্ফোরণ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭: ২১
পুরান ঢাকায় গ্যাস লিকেজ বিস্ফোরণ, আহত ১০

গতকাল সোমবার দিবাগত রাতে পুরান ঢাকার আলুবাজার এলাকার হাজি ওসমান গনি রোডের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যে বাড়িটিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন রাজমিস্ত্রি কামাল হোসেন (৩৫), তাঁর স্ত্রী সেলিনা আক্তার (৩০) ও তাঁদের মেয়ে বন্যা (৭)। অপর পরিবারের আমিনুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শিলা (২২)। তাঁদের দুই সন্তান আরিফা (৬) ও আসাদুল্লাহ (৪), আরেক পরিবারের মারুফ হোসেন (১২), নুসরাত (১) ও মলিনা (২১)। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত দেড়টার দিকে আলুবাজার বড় মসজিদের পাশে চারতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়ির নম্বর ৩৪/১। আহত ব্যক্তিদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফা, আসাদুল্লাহ মারুফ, ও নুসরাত ইটের আঘাতে আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। 

মো. বাচ্চু মিয়া আরও জানান, সেলিনা, কামাল হোসেনের মেয়ে বন্যা, আমিনুল ইসলামের স্ত্রী শিলা দগ্ধ হয়েছে। দগ্ধ কামালের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

দগ্ধ কামালের বাড়ি ময়মনসিংহ গৌরীপুর উপজেলার রাম গোপালপুর গ্রামে। তাঁর বাবার নাম সেকান্দার। তাঁর স্ত্রী ও মেয়ে আলুবাজারের ওই বাসায় ভাড়া থাকলেও তিনি থাকেন গ্রামে। 

বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে অনেকেই নেমে আসেন রাস্তায়তাঁর স্ত্রী সেলিনা আক্তার জানান, দুদিন আগেই স্বামী কামাল গ্রাম থেকে তাঁদের কাছে আসেন। রাতে যখন সবাই শুয়ে ছিলেন তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। রুমের বাইরে রান্নাঘরে আগুন জ্বলতে দেখেন। পাশের দেয়ালও ধসে পড়ে। তাঁরা রুমে আটকা পড়লে বেশ কিছুক্ষণ পর লোকজন লোহার গ্রিল ভেঙে তাঁদের বের করে। বের হওয়ার সময় তাঁরা আগুনে দগ্ধ হন। 

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ঢাকা জোনের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি একদম ঝুঁকিপূর্ণ। এখান থেকে লোকদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে।’ 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক বলেন, ‘রাত ১টা ৩৫ মিনিটে আমরা খবর পাই। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ঘটনাস্থলের ওই বাড়িটির নিচতলায় দেখা যায় ১ হাজার স্কয়ার বর্গফুটে তিনটি রুম। সেখানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দেওয়ালের একটি কলম ভেঙে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।’     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত