ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের (৪৩) বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। তবে চেয়ারম্যানের দাবি, তিনি রাজনীতিক প্রতিহিংসার শিকার।
এ ঘটনায় ঢাকার আশুলিয়া থানায় গত মঙ্গলবার মামলা করেছেন ভুক্তভোগী নারী। তবে মামলার বিষয়টি এলাকায় আলোচনায় আসে আজ শনিবার।
অভিযুক্ত শফিকুল ইসলাম চক মিরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের চক হরিণচর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী দৌলতপুর উপজেলার বাসিন্দা ও আশুলিয়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজের সুবাদে চক মিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে প্রায় ৮ বছর আগে ওই নারীর পরিচয় হয়। পরে মোবাইল ফোনে তাদের মধ্যে যোগাযোগ চলে। দীর্ঘ আলাপে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতিতে তাদের শারীরিক সম্পর্ক হয়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের কাছে তাঁরা স্বামী-স্ত্রীর পরিচয় দিতেন। গত এপ্রিল মাসে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে বিয়েতে অস্বীকৃতি জানান চেয়ারম্যান শফিকুল। পরে ব্যক্তিগত ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এরপর ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় বাদী হয়ে মামলা করেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু তাঁর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক ছিল না।’ সেই সঙ্গে আপত্তিকর, ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর কথা অস্বীকার করেন তিনি।
এ মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে ওই নারী মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের (৪৩) বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। তবে চেয়ারম্যানের দাবি, তিনি রাজনীতিক প্রতিহিংসার শিকার।
এ ঘটনায় ঢাকার আশুলিয়া থানায় গত মঙ্গলবার মামলা করেছেন ভুক্তভোগী নারী। তবে মামলার বিষয়টি এলাকায় আলোচনায় আসে আজ শনিবার।
অভিযুক্ত শফিকুল ইসলাম চক মিরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের চক হরিণচর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী দৌলতপুর উপজেলার বাসিন্দা ও আশুলিয়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজের সুবাদে চক মিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে প্রায় ৮ বছর আগে ওই নারীর পরিচয় হয়। পরে মোবাইল ফোনে তাদের মধ্যে যোগাযোগ চলে। দীর্ঘ আলাপে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতিতে তাদের শারীরিক সম্পর্ক হয়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের কাছে তাঁরা স্বামী-স্ত্রীর পরিচয় দিতেন। গত এপ্রিল মাসে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে বিয়েতে অস্বীকৃতি জানান চেয়ারম্যান শফিকুল। পরে ব্যক্তিগত ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এরপর ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় বাদী হয়ে মামলা করেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু তাঁর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক ছিল না।’ সেই সঙ্গে আপত্তিকর, ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর কথা অস্বীকার করেন তিনি।
এ মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে ওই নারী মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রসংগঠনগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করত, তাহলে তাদের মধ্যে মুখোমুখি বিদ্বেষমূলক পরিস্থিতি এবং হলে রাজনীতি নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আসত না বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে খেলার সময় একটি কারখানার পুকুরের পাড় ভেঙে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু পুকুর পাড়ে খেলার সময় দুই শিশু হঠাৎ পুকুরে পড়ে যায়। আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের এন কে টেক্সটাইল কারখানার পুকুরে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানের সেকশনের মাঝে আকাশমণিগাছের ডালের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বিপুল কল (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা-বাগানের পোস্ট অফিস সড়কের রামো কলের ছেলে।
১৩ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ জনের একদল ডাকাত ফার্মে কর্মরত কর্মচারীদের বেঁধে রেখে ৯টি গরু এবং ২০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতি হওয়া গরুগুলোর বাজারমূল্য ২০ লাখ টাকা। ডা
২৩ মিনিট আগে