Ajker Patrika

‘আন্দোলনে উত্তরায় নিহত হন ৯২ জন’

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ-বিক্ষোভের সময় ২৫ শিক্ষার্থীসহ ৯২ জন নিহত হয়েছেন বলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল দুপুরে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ হতাহত ব্যক্তিদের এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৯২ জন নিহতের মধ্যে ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়িচালক, ২ জন মসজিদের ইমাম। ১১ জনের পরিচয় এখনো জানা যায়নি।

এ সময় সংগঠনটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও হতাহত ব্যক্তিদের স্বজনদের অনেকে উপস্থিত ছিলেন।

ফান্তাসির মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় গত ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২, ৪ আগস্ট ৭, ৫ আগস্ট ৪২ ও ৭ আগস্ট ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১ জন, ১০-২০ বছর বয়সী ১৭, ২১-৩০ বছর বয়সী ১৮, ৪১-৫০ বছর বয়সী ১১, ৫১-৬০ বছর বয়সী ২ ও ৬০ বছর ঊর্ধ্বের ১ জন রয়েছে।’

ফান্তাসির মাহমুদ বলেন, ‘আমাদের ধারণা এই শহীদদের তালিকা হয়তো আরও বড় হতে পারে। আমরা চাই, জুলাই-আগস্ট আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে।’

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের এই মুখপাত্র জানান, গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁরা হতাহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরূপণে তথ্য সংগ্রহ, প্রামাণ্যচিত্র তৈরি, প্রচার এবং ওয়েবসাইটভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ করছেন। তাঁরা চান, কোনোভাবেই যেন এই বিপ্লবের ইতিহাসের তথ্যবিকৃতি না ঘটে।

নিহত ব্যক্তিদের তালিকাটি কীভাবে তৈরি করা হয়েছে, তা জানতে চাইলে রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, ‘৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর আমরা উত্তরার সব হাসপাতাল ঘুরে তাদের কাছ থেকে হতাহতদের তথ্য সংগ্রহ করি। পরে ওই তথ্য ধরে ধরে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে নিহতদের ছবি, মৃত্যুসনদ নিয়ে তালিকাটি তৈরি করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত