Ajker Patrika

নারীকে উত্ত্যক্তের অভিযোগে ৫ যুবকের ৬ মাসের কারাদণ্ড

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২২, ১৭: ৩৪
নারীকে উত্ত্যক্তের অভিযোগে ৫ যুবকের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহনাজ আক্তারকে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটেদের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পাঁচ বখাটে যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পাঁচ যুবক সংঘবদ্ধভাবে ওই চিকিৎসককে আপত্তিকর মন্তব্য ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আব্দুল্লাহ আল শাফি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। ইউএনও বিষয়টি মিঠামইন থানাকে অবহিত করলে গতকাল শনিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদারের নির্দেশে বখাটে যুবকদের আটক করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন অপরাধী পাঁচ যুবককে ছয় মাস করে কারাদণ্ড দেন। 

সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন রতন মিয়ার ছেলে তরিকুল (২০), দুলাল মিয়ার ছেলে রাতুল মিয়া (১৯), আমির হোসেনের ছেলে উৎসব মিয়া (১৯), বিল্লাল হোসেনের ছেলে ইমন মিয়া (১৮), শামীম মিয়ার ছেলে নয়ন মিয়া (১৮)। সাজা পাওয়া প্রত্যেকেই মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত