Ajker Patrika

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রোজিনা

প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২১, ১৮: ২৬
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রোজিনা

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে। মঙ্গলবার (১৮ মে) বেলা পৌনে ৩টার দিকে একটি প্রিজনভ্যানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাহারায় তাঁকে কারাগারে আনা হয়।

কাশিমপুর কারাগারের জেলার হোসনে আরা বিথী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় কারাগারের সামনে রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু ও নিকট আত্মীয়দের দেখা যায়। মনিরুল ইসলাম মিঠু বলেন, রোজিনা ইসলামের শারীরিক অবস্থা ভালো না। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রোজিনার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২০মে তাঁর জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী এ মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত