ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ডাকাতি হওয়া মালামাল জব্দ করা হয়েছে। এই ডাকাতির পরিকল্পনা করেন ২১ মামলার আসামি মিজানুর মাতুব্বরসহ একাধিক মামলার দুজন আসামি। এতে অংশ নেয় ৯ জন ডাকাত সদস্য।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এর আগে গত মঙ্গলবার রাত থেকে বুধবার অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ডাকাত সদস্যদের মধ্যে মিজানুর মাতুব্বর (৫০) উপজেলার লক্ষণদিয়া গ্রামের মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে। তার নামে সালথা থানাসহ বিভিন্ন থানায় চুরি-ছিনতাইয়ের ২১টি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
এ ছাড়া গ্রেপ্তার ইয়াদ আলীর (৪৬) নামে পাঁচটি মামলা রয়েছে। সে উপজেলার দিয়াপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার সহযোগী ডাকাত সদস্যরা হলেন—একই উপজেলার বড়দিয়া গ্রামের বাবুল শেখ (৩৫), জয়ঝাপ গ্রামের শাকিবুল শেখ (২০), দিয়াপাড়া গ্রামের নাঈম মাতুব্বর (২০) ও সাইফুল মাতুব্বর (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে সালথা উপজেলার দিয়াপাড়া গ্রামের কাজী রাকিবুল ইসলাম, প্রতিবেশী কাজী রবিউল হাসান রবিন ও মো. সোহেল মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এতে ৮ লাখ টাকার মালামালসহ নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা ডাকাতি করে ডাকাত সদস্যরা। এ ঘটনায় কাজী রাকিবুল ইসলাম সালথায় থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে মাঠে নামে পুলিশ। ডাকাতির ধরন দেখে মনে হয়েছিল, দূর থেকে এসে কেউ ডাকাতি করেনি। পরে তদন্তকালে সন্দেহজনকভাবে বাবুল শেখকে আটক করা হয় এবং তিনি স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেপ্তার করা হয়।
আসামিদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ৯ জন ডাকাত সদস্য তিন ভাগে ভাগ হয়ে ডাকাতি করে। তাঁরা ডাকাতি হওয়া সোহেল মাতুব্বরের বাড়িতে থাকা নারীদের দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে চোখ-মুখ বেঁধে ফেলে। একইভাবে পরপর অন্য দুটি বাড়িতেও ডাকাতি করে। পরে নগদ টাকাসহ মালামাল নিয়ে চলে যায়। এরপর মূল ডাকাত সদস্যরা সহযোগীদের ১০ হাজার, ২০ হাজার টাকা করে ভাগ করে দেয়। সহযোগী ডাকাত সদস্যরা সকলেই বেকার ও কর্মহীন থাকায় এ কাজে সহযোগিতা করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, টিআই তুহিন লস্করসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সালথায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ডাকাতি হওয়া মালামাল জব্দ করা হয়েছে। এই ডাকাতির পরিকল্পনা করেন ২১ মামলার আসামি মিজানুর মাতুব্বরসহ একাধিক মামলার দুজন আসামি। এতে অংশ নেয় ৯ জন ডাকাত সদস্য।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এর আগে গত মঙ্গলবার রাত থেকে বুধবার অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ডাকাত সদস্যদের মধ্যে মিজানুর মাতুব্বর (৫০) উপজেলার লক্ষণদিয়া গ্রামের মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে। তার নামে সালথা থানাসহ বিভিন্ন থানায় চুরি-ছিনতাইয়ের ২১টি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
এ ছাড়া গ্রেপ্তার ইয়াদ আলীর (৪৬) নামে পাঁচটি মামলা রয়েছে। সে উপজেলার দিয়াপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার সহযোগী ডাকাত সদস্যরা হলেন—একই উপজেলার বড়দিয়া গ্রামের বাবুল শেখ (৩৫), জয়ঝাপ গ্রামের শাকিবুল শেখ (২০), দিয়াপাড়া গ্রামের নাঈম মাতুব্বর (২০) ও সাইফুল মাতুব্বর (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে সালথা উপজেলার দিয়াপাড়া গ্রামের কাজী রাকিবুল ইসলাম, প্রতিবেশী কাজী রবিউল হাসান রবিন ও মো. সোহেল মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এতে ৮ লাখ টাকার মালামালসহ নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা ডাকাতি করে ডাকাত সদস্যরা। এ ঘটনায় কাজী রাকিবুল ইসলাম সালথায় থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে মাঠে নামে পুলিশ। ডাকাতির ধরন দেখে মনে হয়েছিল, দূর থেকে এসে কেউ ডাকাতি করেনি। পরে তদন্তকালে সন্দেহজনকভাবে বাবুল শেখকে আটক করা হয় এবং তিনি স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেপ্তার করা হয়।
আসামিদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ৯ জন ডাকাত সদস্য তিন ভাগে ভাগ হয়ে ডাকাতি করে। তাঁরা ডাকাতি হওয়া সোহেল মাতুব্বরের বাড়িতে থাকা নারীদের দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে চোখ-মুখ বেঁধে ফেলে। একইভাবে পরপর অন্য দুটি বাড়িতেও ডাকাতি করে। পরে নগদ টাকাসহ মালামাল নিয়ে চলে যায়। এরপর মূল ডাকাত সদস্যরা সহযোগীদের ১০ হাজার, ২০ হাজার টাকা করে ভাগ করে দেয়। সহযোগী ডাকাত সদস্যরা সকলেই বেকার ও কর্মহীন থাকায় এ কাজে সহযোগিতা করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, টিআই তুহিন লস্করসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে