গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, কিন্তু তাঁদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ্-বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাঁদের বেতন কম, তাও সময়মতো দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে শ্রমিকেরা গেলেও তাঁরা গুরুত্ব দেননি।
কারখানায় অপারেটর হিসেবে কাজ করা জুনায়েদ বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সানোয়ার হোসেন বলেন, ‘আমরাও শ্রমিক, গার্মেন্টসে যারা কাজ করে তারাও শ্রমিক। সমান পরিশ্রম করি, কিন্তু বেতন পাই অর্ধেক। এটা কেমন বিচার? আমরা যে পরিশ্রম করি আর যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন।’
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানায় এনে বেতন-ভাতার বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রমিকেরা আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা-পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকেরা ফের মহাসড়ক অবরোধ করলে সকাল ৮টায় শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে। মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, কিন্তু তাঁদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ্-বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাঁদের বেতন কম, তাও সময়মতো দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে শ্রমিকেরা গেলেও তাঁরা গুরুত্ব দেননি।
কারখানায় অপারেটর হিসেবে কাজ করা জুনায়েদ বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সানোয়ার হোসেন বলেন, ‘আমরাও শ্রমিক, গার্মেন্টসে যারা কাজ করে তারাও শ্রমিক। সমান পরিশ্রম করি, কিন্তু বেতন পাই অর্ধেক। এটা কেমন বিচার? আমরা যে পরিশ্রম করি আর যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন।’
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানায় এনে বেতন-ভাতার বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রমিকেরা আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা-পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকেরা ফের মহাসড়ক অবরোধ করলে সকাল ৮টায় শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে। মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে