Ajker Patrika

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৯: ৫৮
কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ

বাংলা বছরের প্রথম দিন ‘বেটার ফিউচার বাংলাদেশ’-এর আয়োজনে এবং শৈশব বাংলাদেশের সহযোগিতায় রাজধানীর কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার ও সুষম খাদ্য বিতরণ করা হয়েছে। এবারের এই আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল—‘শিশুর হাসি, আমাদের ঈদের খুশি; শৈশবের উচ্ছ্বাসে, প্রতিটি শিশুর ঈদ হোক জয়োল্লাসে’।

এতে শৈশব বাংলাদেশের প্রধান নির্বাহী সাকিব চৌধুরীর সভাপতিত্বে ঈদ উপহার ও সুষম খাদ্য বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেটার ফিউচার বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মাদ হুসাইন পাভেল। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্টাইলিশ গার্মেন্টসের সিইও, সমাজসেবক ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দীন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক নাজমি জান্নাত। উপস্থিত ছিলেন বেটার ফিউচার বাংলাদেশের সাধারণ সম্পাদক নুরশাদ শাহরীন আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ারিদ আহমেদ তুরিন, বেনজির রাহিব বিপুল, আমিনুল ইসলাম চঞ্চল, জাকির হুসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সব সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে। কোনো একটি কমিউনিটি বা সম্প্রদায়কে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আর এ জন্যই বাংলাদেশ সরকারের উদ্যোগের পাশাপাশি এসব বেসরকারি উদ্যোগ অতীব গুরুত্বপূর্ণ। 

বেটার ফিউচার বাংলাদেশের ঢাকা জেলা টিমের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার পারভেজ, হাফিজুল আসাদ, ওসমান নুর, মোহাম্মদ ইসরাফিল হোসেন রিমন, নাইমুর রহমান খান, বায়জিদ আহমেদ, আকিল রহমান তামিম, মৌলি আকতার, দোলা আকতার, প্রসেনজিৎ, হাসান মাহমুদ তাজ, নাহিম, রিয়াজ, কবির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত