Ajker Patrika

গুলিস্তানের ঘাতক বাসটি চালাচ্ছিলেন এক পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলিস্তানের ঘাতক বাসটি চালাচ্ছিলেন এক পুলিশ সদস্য

রাজধানীর গুলিস্তানে সড়ক বিভাজকে উঠে পথচারীর প্রাণ নেওয়া শ্রাবণ পরিবহনের বাসের চালকের আসনে ছিলেন একজন পুলিশ সদস্য। তিনি কাপ্তানবাজার মোড়ে কাগজে ত্রুটির কারণে বাসটি জব্দ করেছিলেন। পরে নিজেই বাসটি ডাম্পিংয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। 

আজ বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। তাঁর আহত হন ৩ জন। এর মধ্যে তুষার (৩৫) নামে একজন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি আহতরা হলেন-আনোয়ার হোসেন (৩৩), আব্দুর রশীদ (৬৫)। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। 

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করেন আব্দুল সাত্তার নামের এক পথচারী। তিনি আজকের পত্রিকাকে বলেন, বাসটিতে কোনো যাত্রী ছিলো না। বাসের চালকের আসনে একজন পুলিশ সদস্য ছিলো। তবে তাঁর নাম বলতে পারব না। 

তিনি বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটি বাস রাস্তার বিভাজকে উঠিয়ে দিলো। এতে কয়েকজন আহত হয়। তাঁদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসি। 

বাসটির চালকের আসনে থাকা পুলিশ সদস্য সদস্যের পরিচয় জানতে চাইলে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। আহতদের দেখতে আমি এখন ঢাকা মেডিকেল আছি। এ বিষয়ে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ট্রাফিক সদস্যরা বলতে পারবে। 

জানা গেছে, কাপ্তানবাজার এলাকা থেকে শ্রাবণ পরিবহনের ওই বাসটির কাগজে ত্রুটি থাকায় এমদাদ নামের এক ট্রাফিক পুলিশ সদস্য বাসটিকে জব্দ করেন। চালকে সরিয়ে তিনি নিজেই বাসটির নিয়ন্ত্রণ নেন। তিনি বাসটিকে গুলিস্তান মোড়ের সার্জেন্ট আহাদ ট্রাফিক বক্সের কাছে নিয়ে আসছিলেন। রাস্তার মোড় ঘুরাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারান। 

এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পল্টন থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত