Ajker Patrika

হিরো আলমকে হত্যাচেষ্টা: গ্রেপ্তার আরও পাঁচজন দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৯: ৪৩
হিরো আলমকে হত্যাচেষ্টা: গ্রেপ্তার আরও পাঁচজন দুই দিনের রিমান্ডে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। আজ বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক নুরে উদ্দিন। 

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় বনানী থানায় ১৮ জুলাই মামলা দায়ের করা হয়। হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বনানী থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের সংসদ নির্বাচন চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। বিকেল পৌনে ৪টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন হিরো আলমকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে হিরো আলমের ওপর আক্রমণ চালান তাঁরা। তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন। হত্যার উদ্দেশ্যে মারধর করায় হিরো আলমের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। একপর্যায়ে একজন হিরো আলমের শার্টের কলার চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। একজন তলপেটে লাথি মারেন। 

এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মামলার বাদী এবং অন্য ব্যক্তিগত সহকারী পরান সরকার, রাজীব খন্দকার রনি ও আল আমিনকেও মারধর করা হয়। পরে তাঁরা সেখান থেকে দৌড়ে রক্ষা পান। 

এ মামলায় আরও ১১ জনকে বিভিন্ন তারিখে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজনকে আগেই রিমান্ডে নেওয়া হয়। বাকিরা কারাগারে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত