Ajker Patrika

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে স্কুল-কলেজশিক্ষকদের অঙ্গীকার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ১৯: ৪৬
নৌকার প্রার্থীকে বিজয়ী করতে স্কুল-কলেজশিক্ষকদের অঙ্গীকার 

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলীকে বিজয়ী করতে বৈঠক করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অংশ নেওয়া শিক্ষকদের অধিকাংশই বিগত বিভিন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এদিকে বিগত বেশ কিছু নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকেরা সুন্দর আলীর পক্ষে বৈঠক করায় বিস্ময় প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই শিক্ষকেরাই যদি পুনরায় বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তাঁরা। 

গতকাল রাতে বর্তমান মেয়র ও প্রার্থী সুন্দর আলীর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রচারিত একটি লাইভে দেখা যায়, প্রায় ১০-১২ জন শিক্ষক নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলীকে পাশে রেখে বৈঠক করছেন। এ সময় হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুলকে বক্তব্য রাখতে দেখা যায়। 

সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘আপনি যেভাবে নির্দেশনা দেবেন, আমরা এই ব্যাচ সেভাবেই কাজ করব। আমরা যদি ঠিকভাবে কাজ করি, তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট আনা সম্ভব। আমাদের আচরণবিধি কী আছে, কী নাই—এগুলো দেখার দরকার নাই।’ এ সময় উপস্থিত সব শিক্ষক হাততালি দিয়ে বক্তার বক্তব্যে একমত পোষণ করেন। 

ছড়িয়ে পড়া লাইভ ও অংশ নেওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল, একই কলেজের আরেক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বাবু, প্রভাষক মোজাম্মেল হক, সুলতানসাদী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক লোকনাথ পোদ্দার, একই কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বাচ্চু, ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ, রোকনউদ্দিন গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমিন রতন, একই কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া স্বপন, জাহানারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, উজান গোবিন্দী বিনাইরচর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। তাঁরা সবাই আড়াইহাজার পৌরসভায় নৌকা প্রতীককে বিজয়ী করতে অঙ্গীকার করেন। 

এদিকে বিগত বেশ কিছু নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকেরা সুন্দর আলীর পক্ষে বৈঠক করায় বিস্ময় প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই শিক্ষকেরাই যদি পুনরায় বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তাঁরা। 

নারিকেলগাছ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা বলেন, ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানাচ্ছি। আমরা লক্ষ করেছি, আড়াইহাজারে বেশ কিছু শিক্ষক অধ্যাপক প্রকাশ্যে নৌকার প্রার্থীর হয়ে ভোট চাইছেন। নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কেন্দ্রে প্রভাব বিস্তারে কাজ শুরু করেছেন। এরাই আবার নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। আমি এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সুন্দর আলীর প্রার্থিতা বাতিল হওয়া উচিত।’ 

জগ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান ও মোবাইল প্রতীকে মামুন অর রশীদ জানান, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। যেই শিক্ষকেরা এই বৈঠকে বসেছেন, তাঁদের যেন নির্বাচনী দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

ওই বৈঠকে বক্তব্য দেওয়া হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম। তারা কেউ-ই এবার নির্বাচনী দায়িত্ব পালন করব না। যারা এমপিওভুক্ত শিক্ষক, তাদের ক্ষেত্রে নির্বাচনী কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই।’ 

এ বিষয়ে ওই বৈঠকে অংশ নেওয়া আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করব না এবার। আমরা যারা বৈঠক করেছি, তারা কেউই দায়িত্ব নেবে না। বিষয়টি রিটার্নিং অফিসার জানে। আর আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে এখানে বৈঠক করাটা অপরাধ মনে করছি না।’ 

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার রবিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। যদি কেউ আমার কাছে অভিযোগ দেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত