নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মধ্য বাড্ডায় আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় তাঁর গাড়িচালক হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হৃদয়ের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, লুট করা স্বর্ণালঙ্কার ও টাকা জব্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গাড়িচালক হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত। জুয়া খেলে ঋণ হয়ে যাওয়া আফরোজাকে হত্যার পরিকল্পনা করে সে। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ. কে. এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, ‘মধ্য বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার আফরোজাকে হত্যার পর পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমও তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ। পরে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি কমিশনার আরও বলেন, ‘অফিস থেকে ফেরার পর ড্রাইভার হৃদয় মাথাব্যথা করছে জানিয়ে আফরোজার কাছে চা খাওয়ার কথা বলে বাসায় ঢুকে। পরে চায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয় আফরোজাকে। ড্রাইভার হৃদয় জুয়া খেলে বাড়ি ভাড়াসহ বিভিন্ন দিক থেকে ঋণী হয়ে যায়। এই ঋণ শোধ করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটায়।’
হাফিজ আক্তার জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা গাড়িচালক হৃদয় ২০০৫ সালে গাড়ি চালানো শিখে বিভিন্ন জায়গায় চালক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০১৫ সাল থেকে আফরোজা সুলতানার গাড়িচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এরই মধ্যে তাঁর তিন মাসের বাসা ভাড়া বাকি পড়ে। বেশ কিছু টাকা উপার্জন করতে পারলে তিনি দূরে কোথাও গিয়ে অন্য ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত থেকেই আফরোজা সুলতানার বাসায় চুরির পরিকল্পনা করেন। এরপরই তাকে হত্যা করে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেন হৃদয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
রাজধানীর মধ্য বাড্ডায় আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় তাঁর গাড়িচালক হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হৃদয়ের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, লুট করা স্বর্ণালঙ্কার ও টাকা জব্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গাড়িচালক হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত। জুয়া খেলে ঋণ হয়ে যাওয়া আফরোজাকে হত্যার পরিকল্পনা করে সে। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ. কে. এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, ‘মধ্য বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার আফরোজাকে হত্যার পর পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমও তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ। পরে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি কমিশনার আরও বলেন, ‘অফিস থেকে ফেরার পর ড্রাইভার হৃদয় মাথাব্যথা করছে জানিয়ে আফরোজার কাছে চা খাওয়ার কথা বলে বাসায় ঢুকে। পরে চায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয় আফরোজাকে। ড্রাইভার হৃদয় জুয়া খেলে বাড়ি ভাড়াসহ বিভিন্ন দিক থেকে ঋণী হয়ে যায়। এই ঋণ শোধ করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটায়।’
হাফিজ আক্তার জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা গাড়িচালক হৃদয় ২০০৫ সালে গাড়ি চালানো শিখে বিভিন্ন জায়গায় চালক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০১৫ সাল থেকে আফরোজা সুলতানার গাড়িচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এরই মধ্যে তাঁর তিন মাসের বাসা ভাড়া বাকি পড়ে। বেশ কিছু টাকা উপার্জন করতে পারলে তিনি দূরে কোথাও গিয়ে অন্য ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত থেকেই আফরোজা সুলতানার বাসায় চুরির পরিকল্পনা করেন। এরপরই তাকে হত্যা করে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেন হৃদয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১৮ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩৩ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে