Ajker Patrika

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, ২ চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, ২ চিকিৎসক গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঝুঁকিতে পড়ার ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—ডা. শাহজাদী ও ডা. মুন্না। 

গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম। 

ওসি পারভেজ ইসলাম জানান, গ্রেপ্তারের পর দুই চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে স্ত্রী মাহবুবা রহমান আঁখি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তাঁর স্বামী ইয়াকুব আলী সুমন। তিনি বলেন, সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় তাঁদের নবজাতক সন্তান মারা গেছে। আঁখি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত