নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে যাবে র্যাব। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে, সেখানেই কাজ করে যাচ্ছে সংস্থাটি। এ ছাড়া সহিংসতা করার চেষ্টা বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনবে র্যাব।
আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
তিনি বলেন, যারা নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে যাবে র্যাব। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে, সেখানেই কাজ করে যাচ্ছে র্যাব।
খন্দকার আল মঈন বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে। আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী, অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। ১০টির বেশি বিদেশি অস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গাড়ি জব্দ করা হয়েছে।
এদিকে তেজগাঁওয়ে মোহনগঞ্জ ট্রেনে আগুনের ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে। যারা প্রকৃত দোষী তাদের শনাক্ত করতে কাজ করা হচ্ছে।
এর আগে, গত ১৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে যাবে র্যাব। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে, সেখানেই কাজ করে যাচ্ছে সংস্থাটি। এ ছাড়া সহিংসতা করার চেষ্টা বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনবে র্যাব।
আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
তিনি বলেন, যারা নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে যাবে র্যাব। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে, সেখানেই কাজ করে যাচ্ছে র্যাব।
খন্দকার আল মঈন বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে। আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী, অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। ১০টির বেশি বিদেশি অস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গাড়ি জব্দ করা হয়েছে।
এদিকে তেজগাঁওয়ে মোহনগঞ্জ ট্রেনে আগুনের ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে। যারা প্রকৃত দোষী তাদের শনাক্ত করতে কাজ করা হচ্ছে।
এর আগে, গত ১৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
১১ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছে দাম কমার চেয়ে বৃদ্ধি পায় বেশি।
২০ মিনিট আগে‘বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কার সরকারকে দৃশ্যমান করতে হবে। এটির জন্য যেটুকু সময় পাওয়া প্রয়োজন, সরকার সে সময়টুকু পেতে পারে।’
৩১ মিনিট আগে