Ajker Patrika

জমিসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৭: ৫৯
জমিসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৮০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ভাই হোসেন আলী। আজ রোববার সকাল ১০টায় সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন। মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে। 

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলছেন, জমির সীমানা নিয়ে নিহত ব্যক্তির চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধ ছিল। রোববার সকালে পূর্বপরিকল্পিতভাবে চাচাতো ভাই দবির উদ্দিনের ৫ ছেলে মোহাম্মদ আলী ও হোসেন আলীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন। পরে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হোসেন আলীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘নিহত ব্যক্তির শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত