কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকায় এসেছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছান। ঢাকার মার্কিন দূতাবাসের এক টুইটে এ তথ্য জানানো হয়েছে।
টুইটে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস আজ ঢাকায় পৌঁছেছেন।
পিটার ডি হাস গত ২০ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন পিটার ডি হাস। নিয়ম অনুযায়ী নতুন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।
মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস মরক্কো থেকে তাঁর কূটনীতিক জীবন শুরু করে। সেখানে মার্কিন দূতাবাসে কাজ করেন তিনি। এরপর যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দেশটির পিটার ডি হাসকে মনোনয়ন দেন। গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে শুনানিতে হাস বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চল লাভবান হবে।’
পিটার ডি হাস আরও বলেন, ‘বাংলাদেশে আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকাণ্ডকে তিনি এগিয়ে নিতে চান। এ ছাড়া তিনি মানবাধিকার সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবেন।’
ঢাকায় এসেছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছান। ঢাকার মার্কিন দূতাবাসের এক টুইটে এ তথ্য জানানো হয়েছে।
টুইটে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস আজ ঢাকায় পৌঁছেছেন।
পিটার ডি হাস গত ২০ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন পিটার ডি হাস। নিয়ম অনুযায়ী নতুন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।
মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস মরক্কো থেকে তাঁর কূটনীতিক জীবন শুরু করে। সেখানে মার্কিন দূতাবাসে কাজ করেন তিনি। এরপর যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দেশটির পিটার ডি হাসকে মনোনয়ন দেন। গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে শুনানিতে হাস বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চল লাভবান হবে।’
পিটার ডি হাস আরও বলেন, ‘বাংলাদেশে আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকাণ্ডকে তিনি এগিয়ে নিতে চান। এ ছাড়া তিনি মানবাধিকার সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবেন।’
জয়পুরহাটে দুই ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালাই উপজেলার ঠুঁশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেসাতক্ষীরার তালায় চাঁদাবাজি মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
১৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন।
২৩ মিনিট আগেএই এলাকায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। সেসব হাসপাতালের রোগীরাও পড়েছেন ভোগান্তিতে। সড়কে তীব্র যানজট থাকায় এবং সড়ক বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স হাসপাতাল পর্যন্ত যেতে পারছে না। রোগীরা আসাদগেট বা কল্যাণপুর থেকে হেঁটে আসছেন। অনেক রোগীকে স্বজনদের কাঁধে ভর দিয়ে হাসপাতালের দিকে যেতে দেখা গেছে।
২৮ মিনিট আগে