দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহারের পদ্মা নদীতে দুটি স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে চরভদ্রাসন ও দোহার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
আজ মঙ্গলবার বিকেলে দোহার ও ফরিদপুরের পদ্মার সীমানা ঝাউকান্দা এলাকায় দুটি ডুবুরি দল অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহত দুজন হলেন—ফরিদপুর জেলার কানাইপুর গ্রামের কাশেম মৃদ্ধার ছেলে দাউদ মৃধা (৪০) ও চরভদ্রাসন চর তেলিডাঙ্গী গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে রানা খন্দকার (৪০)।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মর্তুজা ফকির ও দোহার উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তামিম হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন।
তামিম হাওলাদার বলেন, ‘আমাদের যে ডুবুরি দল ঢাকা থেকে এসেছে তারা আজকে দুইটি মরদেহ উদ্ধার করেছে। তাদের কাছে তথ্য আছে আরও তিনজন নিখোঁজ রয়েছে। সে জন্য তারা আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবে।’
স্থানীয়দের দাবি, স্পিড বোটের মালিকের গাফিলতি কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া তারা টাকার জন্য অতিরিক্ত যাত্রী বহন করে। এমনকি তাদের স্পিডবোটে লাইভ জ্যাকেটও থাকে না।
অপরদিকে দোহার নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘দোহার উপজেলার পদ্মা নদীর সীমান্তবর্তী ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরঝাওকান্দা এলাকায় দুটি স্পিড বোটের সংঘর্ষে এই ঘটনা সংগঠিত হয়। আজ চর ভদ্রাসন থানার উপপরিদর্শক হারুন অর রশিদ চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মর্তুজা ফকিরের উপস্থিতিতে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে ৯ টায় পদ্মা নদীতে ঘন কুয়াশায় দিক হারিয়ে দুটি স্পিড বোটের সংঘর্ষে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনাস্থলে স্পিড বোটের যাত্রী সুকুমার হালদার নামে একজন নিহত হন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গহুলক্ষীপুর গ্রামের শিরিস হালদারের ছেলে। অপরদিকে একই সময় আহত হয় ফরিদপুর চরভদ্রাসন উপজেলার ভাংগিরচর গ্রামের আ. হাকিমের ছেলে মতিউর রহমান।
ঢাকার দোহারের পদ্মা নদীতে দুটি স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে চরভদ্রাসন ও দোহার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
আজ মঙ্গলবার বিকেলে দোহার ও ফরিদপুরের পদ্মার সীমানা ঝাউকান্দা এলাকায় দুটি ডুবুরি দল অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহত দুজন হলেন—ফরিদপুর জেলার কানাইপুর গ্রামের কাশেম মৃদ্ধার ছেলে দাউদ মৃধা (৪০) ও চরভদ্রাসন চর তেলিডাঙ্গী গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে রানা খন্দকার (৪০)।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মর্তুজা ফকির ও দোহার উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তামিম হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন।
তামিম হাওলাদার বলেন, ‘আমাদের যে ডুবুরি দল ঢাকা থেকে এসেছে তারা আজকে দুইটি মরদেহ উদ্ধার করেছে। তাদের কাছে তথ্য আছে আরও তিনজন নিখোঁজ রয়েছে। সে জন্য তারা আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবে।’
স্থানীয়দের দাবি, স্পিড বোটের মালিকের গাফিলতি কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া তারা টাকার জন্য অতিরিক্ত যাত্রী বহন করে। এমনকি তাদের স্পিডবোটে লাইভ জ্যাকেটও থাকে না।
অপরদিকে দোহার নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘দোহার উপজেলার পদ্মা নদীর সীমান্তবর্তী ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরঝাওকান্দা এলাকায় দুটি স্পিড বোটের সংঘর্ষে এই ঘটনা সংগঠিত হয়। আজ চর ভদ্রাসন থানার উপপরিদর্শক হারুন অর রশিদ চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মর্তুজা ফকিরের উপস্থিতিতে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে ৯ টায় পদ্মা নদীতে ঘন কুয়াশায় দিক হারিয়ে দুটি স্পিড বোটের সংঘর্ষে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনাস্থলে স্পিড বোটের যাত্রী সুকুমার হালদার নামে একজন নিহত হন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গহুলক্ষীপুর গ্রামের শিরিস হালদারের ছেলে। অপরদিকে একই সময় আহত হয় ফরিদপুর চরভদ্রাসন উপজেলার ভাংগিরচর গ্রামের আ. হাকিমের ছেলে মতিউর রহমান।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১০ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে