Ajker Patrika

‘সালাম পছন্দ না হওয়ায়’ পুলিশ লাইনস স্কুলের ছাত্রকে নির্যাতন শিক্ষকের, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৫: ১৭
‘সালাম পছন্দ না হওয়ায়’ পুলিশ লাইনস স্কুলের ছাত্রকে নির্যাতন শিক্ষকের, তদন্তের নির্দেশ

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে নির্মম নির্যাতনের সত্যতা জানতে চেয়েছেন ঢাকার একটি আদালত। আগামী ১০ দিনের মধ্যে পল্টন মডেল থানার পুলিশ পরিদর্শককে (তদন্ত) তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস আজকের পত্রিকাকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল সাপেক্ষে পরবর্তী আদেশের তারিখ ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সালাম দেওয়া পছন্দ না হওয়ায় শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে নির্মমভাবে পেটানো হয় ওই শিশু শিক্ষার্থীকে। দেশের একটি স্যাটেলাইট টেলিভিশনের অনলাইন মাধ্যমে প্রচারিত সংবাদ আদালতের নজরে আসায় ঘটনা সরেজমিনে তদন্তের জন্য স্বপ্রণোদিত আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসাইন।

আদেশে বল হয়, প্রকাশিত সংবাদটি ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) (সি) ধারায় আমলে নেওয়া হলো।

আদেশে আরও বলা হয়েছে, একটি টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘সালাম পছন্দ না হওয়ায় দরজা বন্ধ করে নির্মমভাবে পেটালেন ছাত্রকে’ নামক একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারিত হয়। উক্ত সংবাদ অত্র আমলি আদালতের দৃষ্টি আকর্ষল করে। প্রচারিত সংবাদটি বিশ্লেষণে দেখা যায়, পল্টন থানাধীন রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জামাল হোসাইন উক্ত প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রকে কক্ষের দরজা বন্ধ করে সালাম দেওয়া পছন্দ না হওয়ায় নির্মমভাবে নির্যাতন ও মারধর করেন।

প্রতিবেদন অনুযায়ী অন্য শিক্ষার্থী ও অভিভাবেকরা দাবি করেন, ওই শিক্ষক অন্যান্য শিক্ষার্থীকে বিভিন্ন কারণে এবং তাঁর কোচিংয়ে ভর্তি না হওয়ার কারণে বিভিন্ন সময়ে মারধর ও হয়রানি করেন। সংবাদে প্রকাশিত ঘটনা সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সুস্পষ্টভাবে দেখা যায়। উক্ত ঘটনা শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারা (শিশুকে শারীরিক নির্যাতন) এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪২ ধারাসহ অন্যান্য ধারার অপরাধকে আকৃষ্ট করে।

এমতাবস্থায় পুলিশ পরিদর্শক (তদন্ত), পল্টন মডেল থানাকে নিজে সরেজমিনে তদন্তপূর্বক, সিসিটিভির ফুটেজ সংগ্রহসহ ভুক্তভোগী এবং প্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণপূর্বক ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত