Ajker Patrika

সাদ্দাম-ইনানসহ ২২০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন

ঢাবি প্রতিনিধি
সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। ফাইল ছবি
সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হামলায় ২২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন সমন্বয়ক আরমান হোসাইন।

আজ রোববার সন্ধ্যায় মামলা করা হয়।

মামলায় ২২০ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নাম উল্লেখ রয়েছে।

মামলা পরবর্তী শাহবাগ থানার সামনে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সমন্বয়ক আব্দুল কাদের, রিফাত রশীদ, হামজা মাহবুব, মোহাম্মদ মহিউদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরমান হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নির্মম হামলা ও আঘাত করেছে। গত ২১ তারিখে একটি মামলা হয়েছে সেখানে কিছু আসামি বাদ পড়ে, কিছু মূল হোতা বাদ পড়ে। এ ছাড়া প্রত্যেক হলে হলে যারা কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দিয়েছে তাঁদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘অভিযোগ পেয়েছি, মামলার বিষয় প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত