Ajker Patrika

সাদ্দাম-ইনানসহ ২২০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন

ঢাবি প্রতিনিধি
Thumbnail image
সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হামলায় ২২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন সমন্বয়ক আরমান হোসাইন।

আজ রোববার সন্ধ্যায় মামলা করা হয়।

মামলায় ২২০ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নাম উল্লেখ রয়েছে।

মামলা পরবর্তী শাহবাগ থানার সামনে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সমন্বয়ক আব্দুল কাদের, রিফাত রশীদ, হামজা মাহবুব, মোহাম্মদ মহিউদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরমান হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নির্মম হামলা ও আঘাত করেছে। গত ২১ তারিখে একটি মামলা হয়েছে সেখানে কিছু আসামি বাদ পড়ে, কিছু মূল হোতা বাদ পড়ে। এ ছাড়া প্রত্যেক হলে হলে যারা কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দিয়েছে তাঁদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘অভিযোগ পেয়েছি, মামলার বিষয় প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত