নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়াতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আজ সোমবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাঁর জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, চলমান লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি দিলে আগামী ৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন করে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লকডাউনে কী কী বিধিনিষেধ থাকবে তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
চার দফায় ২৪ দিনের লকডাউনে করোনাভাইরাসের সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণে আনা গেল সেটি পর্যালোচনা করতে আজ আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয় বলে সভায় উপস্থিত একজন কর্মকর্তা জানান।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে পরে মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করে সরকার।
তবে প্রথম দফায় লকডাউনের মধ্যেই চালু হয় গণপরিবহন ও অভ্যন্তরীণ ফ্লাইট। পরে পর্যায়ক্রমে খুলে দেওয়া হয় ব্যাংক, দোকানপাট-শপিংমল, সাব-রেজিস্ট্রার অফিস এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।
শেষ দফার কঠোর লকডাউনের মধ্যে দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হলেও গণপরিবহন বন্ধ রয়েছে। কবে থেকে গণপরিবহন চলাচল করবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়াতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আজ সোমবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাঁর জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, চলমান লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি দিলে আগামী ৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন করে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লকডাউনে কী কী বিধিনিষেধ থাকবে তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
চার দফায় ২৪ দিনের লকডাউনে করোনাভাইরাসের সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণে আনা গেল সেটি পর্যালোচনা করতে আজ আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয় বলে সভায় উপস্থিত একজন কর্মকর্তা জানান।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে পরে মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করে সরকার।
তবে প্রথম দফায় লকডাউনের মধ্যেই চালু হয় গণপরিবহন ও অভ্যন্তরীণ ফ্লাইট। পরে পর্যায়ক্রমে খুলে দেওয়া হয় ব্যাংক, দোকানপাট-শপিংমল, সাব-রেজিস্ট্রার অফিস এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।
শেষ দফার কঠোর লকডাউনের মধ্যে দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হলেও গণপরিবহন বন্ধ রয়েছে। কবে থেকে গণপরিবহন চলাচল করবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল শাখার দুই নেতাকে ঘিরে তুমুল সমালোচনা চলছে। ছাত্রলীগকে পুনর্বাসনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ।
৪ মিনিট আগেরাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু ওরফে টেরা বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। তাঁর নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১৮ মিনিট আগেরাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন উপপরিদর্শক...
২৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সরকারনির্ধারিত দামে চাহিদা অনুযায়ী কৃষকেরা সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ডিলারদের দাবি, বরাদ্দ কম থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী তাঁরা সার দিতে পারছেন না।
৪১ মিনিট আগে