নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
এর আগে সকাল থেকেই জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘেরাও করে রেখেছিলেন সোয়াত ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।
বেলা দেড়টায় অভিযান শুরু হওয়ার পর বিকেল ৪টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্যকে একটি লাল বালতিতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করার জন্য ভবনটির পাশে খালি স্থানে এনে রাখতে দেখা যায়। পরে পৌনে ৫টার দিকে বাড়ির পাশের খালি স্থানে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া এটিইউ পুলিশ সুপার ছানোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ভেতরে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।’
এর আগে তিনি বলেন, গত ৮ ও ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি জঙ্গি আস্তানায় অভিযানের পর একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে গতকাল সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে আজ রূপগঞ্জের বরপা আরিয়াব এলাকায় চারতলা ওই বাড়িটি ঘিরে রাখা হয়। এই বাড়িতে একজন বোমা বিশেষজ্ঞ বসবাস করেন।
আজ দুপুর ১২টার দিকে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল আজকের পত্রিকাকে বলেন, ভবনটির তৃতীয়তলায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের তিন-চারজন সদস্য অবস্থান করছেন, এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযানে চালানো হয়।
এদিকে অভিযানের আগে বাড়ির সব সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বাড়িটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাইরে বোমা বিস্ফোরণের পর এর ভেতরে প্রবেশ করেন অ্যান্টি টেররিজম ইউনিট ও নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা।
শাহনেওয়াজ নামে বাড়ির এক ভাড়াটিয়া আজকের পত্রিকাকে বলেন, অভিযান চালানো ফ্ল্যাটে তিন মাস আগে এক ব্যক্তি ভাড়া ওঠেন। তিনি দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাস করতেন। তিন দিন ধরে ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ বলে জানান তিনি।
এর আগে ৮ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে ২৯ ঘণ্টা অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অস্ত্র, গুলিসহ প্রায় ৮০টি আলামত জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
এর আগে সকাল থেকেই জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘেরাও করে রেখেছিলেন সোয়াত ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।
বেলা দেড়টায় অভিযান শুরু হওয়ার পর বিকেল ৪টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্যকে একটি লাল বালতিতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করার জন্য ভবনটির পাশে খালি স্থানে এনে রাখতে দেখা যায়। পরে পৌনে ৫টার দিকে বাড়ির পাশের খালি স্থানে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া এটিইউ পুলিশ সুপার ছানোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ভেতরে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।’
এর আগে তিনি বলেন, গত ৮ ও ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি জঙ্গি আস্তানায় অভিযানের পর একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে গতকাল সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে আজ রূপগঞ্জের বরপা আরিয়াব এলাকায় চারতলা ওই বাড়িটি ঘিরে রাখা হয়। এই বাড়িতে একজন বোমা বিশেষজ্ঞ বসবাস করেন।
আজ দুপুর ১২টার দিকে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল আজকের পত্রিকাকে বলেন, ভবনটির তৃতীয়তলায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের তিন-চারজন সদস্য অবস্থান করছেন, এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযানে চালানো হয়।
এদিকে অভিযানের আগে বাড়ির সব সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বাড়িটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাইরে বোমা বিস্ফোরণের পর এর ভেতরে প্রবেশ করেন অ্যান্টি টেররিজম ইউনিট ও নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা।
শাহনেওয়াজ নামে বাড়ির এক ভাড়াটিয়া আজকের পত্রিকাকে বলেন, অভিযান চালানো ফ্ল্যাটে তিন মাস আগে এক ব্যক্তি ভাড়া ওঠেন। তিনি দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাস করতেন। তিন দিন ধরে ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ বলে জানান তিনি।
এর আগে ৮ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে ২৯ ঘণ্টা অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অস্ত্র, গুলিসহ প্রায় ৮০টি আলামত জব্দ করা হয়।
রাজশাহীর দুর্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৮ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) এবং উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।
১০ মিনিট আগেবাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন।
১১ মিনিট আগেপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া কক্সবাজার জেলার কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া পৌঁছালে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী
৪২ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে একের পর এক ডাকাতির ঘটনায় মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার হাইওয়ে পুলিশের কুমিল্লার পুলিশ সুপার ও অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে