গত নভেম্বর মাসে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩ শতাধিক আহত হয়েছিল। সর্বশেষ আজ রোববারও এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার দুপুরে সায়েন্সল্যাব থেকে দুই কলেজের শিক্ষার্থীরা বাসে ওঠাকে কেন্দ্র করে এই সংঘর্ষে জড়ায়। পরে আহত অবস্থায় ননী কুমার সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থী ননী কুমার সাহা জানান, তাঁরা কয়েকজন সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় তাঁর দুই বন্ধু নাহিন ও সাইদুর তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় আরও কয়েকজন আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল জানান, দুপুরে সায়েন্সল্যাবের সিটি কলেজের সামনে থেকে বাসে ওঠার জন্য ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী অপেক্ষা করছিল। সেখানে সিটি কলেজের শিক্ষার্থীরাও ছিল। বাসে ওঠার সময় সিটি কলেজের শিক্ষার্থীরা বাধা এবং ধাক্কা দেয়। এরপর তাঁরা মারধরও করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহপাঠীরা সিটি কলেজের সামনে মার খেয়েছে এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে সিটি কলেজের দিকে আসে। সিটি কলেজের শিক্ষার্থীরা পরে তাঁদের ধাওয়া দেয়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হলে উভয় কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে যার যার কলেজে ফিরিয়ে নিয়ে যান।
ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়ে নেওয়ার পর ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানো হয়েছে। তারা বুঝতে পেরে চলে যায়।’
সংঘর্ষের ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো অ্যাকশনে যায়নি বলে অভিযোগ উঠেছে। এর বদলে শিক্ষকদের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীরা মারামারিতে লিপ্ত হলে, শিক্ষকেরাই সমাধান করেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ’ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।’
গত নভেম্বর মাসে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩ শতাধিক আহত হয়েছিল। সর্বশেষ আজ রোববারও এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার দুপুরে সায়েন্সল্যাব থেকে দুই কলেজের শিক্ষার্থীরা বাসে ওঠাকে কেন্দ্র করে এই সংঘর্ষে জড়ায়। পরে আহত অবস্থায় ননী কুমার সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থী ননী কুমার সাহা জানান, তাঁরা কয়েকজন সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় তাঁর দুই বন্ধু নাহিন ও সাইদুর তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় আরও কয়েকজন আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল জানান, দুপুরে সায়েন্সল্যাবের সিটি কলেজের সামনে থেকে বাসে ওঠার জন্য ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী অপেক্ষা করছিল। সেখানে সিটি কলেজের শিক্ষার্থীরাও ছিল। বাসে ওঠার সময় সিটি কলেজের শিক্ষার্থীরা বাধা এবং ধাক্কা দেয়। এরপর তাঁরা মারধরও করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহপাঠীরা সিটি কলেজের সামনে মার খেয়েছে এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে সিটি কলেজের দিকে আসে। সিটি কলেজের শিক্ষার্থীরা পরে তাঁদের ধাওয়া দেয়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হলে উভয় কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে যার যার কলেজে ফিরিয়ে নিয়ে যান।
ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়ে নেওয়ার পর ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানো হয়েছে। তারা বুঝতে পেরে চলে যায়।’
সংঘর্ষের ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো অ্যাকশনে যায়নি বলে অভিযোগ উঠেছে। এর বদলে শিক্ষকদের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীরা মারামারিতে লিপ্ত হলে, শিক্ষকেরাই সমাধান করেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ’ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।’
বরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৪ মিনিট আগেবরিশালের উজিরপুরে শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গ্রামবাসী ছেলে শাহরিয়ার শিমুলকে (৩৫) ধরে পুলিশের হাতে তুলে দেন।
৯ মিনিট আগেভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ইউসুফ আলীর পরিবারের সদস্যরা খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা সবাইকে চেতনানাশক দিয়ে অচেতন করে ফেলে এবং ওয়ার্ডরোব ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
১১ মিনিট আগেরাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির যেসব শিক্ষার্থী ও অভিভাবক মানসিকভাবে অসুস্থ হয়েছে, তাদের জন্য স্কুল চত্বরে খোলা হয়েছে তিনটি পৃথক কাউন্সেলিং সেন্টার। এখানে অভিজ্ঞ পরামর্শকেরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিচ্ছেন।
১৪ মিনিট আগে