নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ২৫টি গণপরিসরে (পাবলিক প্লেস) বাতাসের গুণগতমান নিরূপণে বসানো হবে অত্যাধুনিক যন্ত্র। ব্লুমবার্গের ফিলানথ্রপিসের সহায়তায় এই যন্ত্রগুলো স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
আজ সোমবার রাজধানীর গুলশানে ডিএনসিসি নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘আমাদের শহরের বাতাসের মান ভয়াবহ রকম খারাপ। এই অবস্থা থেকে উত্তরণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সঠিক তথ্য জানা জরুরি। সেই লক্ষ্যে ২৫টি স্থানে যন্ত্র বসানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘উদ্ভিদবিদদের সহায়তায় ডিএনসিসির বিভিন্ন এলাকায় ও খালগুলোর দুই পাড়ে গাছ লাগানো হবে। শহরে ছায়ার অভাব প্রকট। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।’
পরিবেশ উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, ‘ডিএনসিসির একটি ইনোভেশন ল্যাব রয়েছে। সেখানে নানা গবেষণালব্ধ তথ্য সংরক্ষিত আছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর গবেষণালব্ধ তথ্যের আদান-প্রদান হলে পরিকল্পনা গ্রহণ সহজ হবে। এতে সম্মিলিতভাবে বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব হবে।’
শহরের পরিবেশগত সংকট নিয়ে আক্ষেপ করে মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকায় যে পরিমাণ গণপরিসর থাকার কথা, বাস্তবে তার এক-তৃতীয়াংশও নেই। জলাশয়ের অবস্থাও শোচনীয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।’ তাপদাহ ও বায়ুদূষণ মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘জনসচেতনতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা হবে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি নাগরিক অংশগ্রহণও বাড়বে।’
অনুষ্ঠান শেষে ডিএনসিসি, কমিউনিটি টাউন ফেডারেশন ঢাকা নর্থ, সিএপিএস (CAPS) এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘Inauguration Ceremony of Baseline Study on the Role of Vegetation in Reducing Temperature and Air Pollution: A Study in the Informal Settlements of Dhaka North City Corporation’ শীর্ষক গবেষণা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ডিএনসিসির প্রশাসক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজের চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ২৫টি গণপরিসরে (পাবলিক প্লেস) বাতাসের গুণগতমান নিরূপণে বসানো হবে অত্যাধুনিক যন্ত্র। ব্লুমবার্গের ফিলানথ্রপিসের সহায়তায় এই যন্ত্রগুলো স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
আজ সোমবার রাজধানীর গুলশানে ডিএনসিসি নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘আমাদের শহরের বাতাসের মান ভয়াবহ রকম খারাপ। এই অবস্থা থেকে উত্তরণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সঠিক তথ্য জানা জরুরি। সেই লক্ষ্যে ২৫টি স্থানে যন্ত্র বসানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘উদ্ভিদবিদদের সহায়তায় ডিএনসিসির বিভিন্ন এলাকায় ও খালগুলোর দুই পাড়ে গাছ লাগানো হবে। শহরে ছায়ার অভাব প্রকট। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।’
পরিবেশ উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, ‘ডিএনসিসির একটি ইনোভেশন ল্যাব রয়েছে। সেখানে নানা গবেষণালব্ধ তথ্য সংরক্ষিত আছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর গবেষণালব্ধ তথ্যের আদান-প্রদান হলে পরিকল্পনা গ্রহণ সহজ হবে। এতে সম্মিলিতভাবে বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব হবে।’
শহরের পরিবেশগত সংকট নিয়ে আক্ষেপ করে মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকায় যে পরিমাণ গণপরিসর থাকার কথা, বাস্তবে তার এক-তৃতীয়াংশও নেই। জলাশয়ের অবস্থাও শোচনীয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।’ তাপদাহ ও বায়ুদূষণ মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘জনসচেতনতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা হবে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি নাগরিক অংশগ্রহণও বাড়বে।’
অনুষ্ঠান শেষে ডিএনসিসি, কমিউনিটি টাউন ফেডারেশন ঢাকা নর্থ, সিএপিএস (CAPS) এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘Inauguration Ceremony of Baseline Study on the Role of Vegetation in Reducing Temperature and Air Pollution: A Study in the Informal Settlements of Dhaka North City Corporation’ শীর্ষক গবেষণা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ডিএনসিসির প্রশাসক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজের চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
কক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
১ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
২ ঘণ্টা আগেদুমকিতে দলবদ্ধ ধর্ষণ মামলার ভুক্তভোগী (স্কুলছাত্রী) আত্মহত্যার পর তাঁর মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেআজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল ৬ মার্চ (মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে র
২ ঘণ্টা আগে