মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় শারমিন হক বীথি (৩৫) নামের এক প্রবাসী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বীথির মেয়েসহ চারজন। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন হক বীথি মির্জাপুর সদরের বাইমহাটি গ্রামের ময়নূল হকের মেয়ে। তিনি মেয়েসহ স্বামীর সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বসবাস করতেন। আহতরা হলেন বীথির মেয়ে আলিজা (৭), বড় ভাই মোস্তাফিজুর রহমান পিলুর মেয়ে পিয়াম, আরেক ভাতিজি মানহা ও অটোরিকশার চালক নয়ন মিয়া। নয়ন পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার শরিফ মিয়া ছেলে।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন হক বীথি দুই মাস আগে মেয়েকে নিয়ে দেশে আসেন। আজ দুপুরে বাইমহাটি তাঁর বাবার বাসা থেকে মেয়ে, বড় ভাইয়ের মেয়ে এবং ভাতিজিকে নিয়ে একটি অটোরিকশায় করে জেলা সদরের ত্রিমোহন এলাকা ঘুরতে বের হন।
পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাইপাসের ওভারব্রিজের কাছে এলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শারমিন হক বীথি নিহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, দুপুরের দিকে একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুতবেগে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় শারমিন হক বীথি (৩৫) নামের এক প্রবাসী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বীথির মেয়েসহ চারজন। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন হক বীথি মির্জাপুর সদরের বাইমহাটি গ্রামের ময়নূল হকের মেয়ে। তিনি মেয়েসহ স্বামীর সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বসবাস করতেন। আহতরা হলেন বীথির মেয়ে আলিজা (৭), বড় ভাই মোস্তাফিজুর রহমান পিলুর মেয়ে পিয়াম, আরেক ভাতিজি মানহা ও অটোরিকশার চালক নয়ন মিয়া। নয়ন পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার শরিফ মিয়া ছেলে।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন হক বীথি দুই মাস আগে মেয়েকে নিয়ে দেশে আসেন। আজ দুপুরে বাইমহাটি তাঁর বাবার বাসা থেকে মেয়ে, বড় ভাইয়ের মেয়ে এবং ভাতিজিকে নিয়ে একটি অটোরিকশায় করে জেলা সদরের ত্রিমোহন এলাকা ঘুরতে বের হন।
পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাইপাসের ওভারব্রিজের কাছে এলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শারমিন হক বীথি নিহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, দুপুরের দিকে একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুতবেগে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজ থেকে এই কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত তিন নেতাকে পুনরায় পদ দেওয়া হয়েছে।
৪ মিনিট আগেপঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত গত শুক্রবার তাদের চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের।
২০ মিনিট আগেগাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ভোর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
৩১ মিনিট আগেনাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদুল ইসলামের হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
১ ঘণ্টা আগে