Ajker Patrika

লকডাউন বাস্তবায়নের কঠিন কাজ সফল করে দিল বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২১, ১৬: ০৫
লকডাউন বাস্তবায়নের কঠিন কাজ সফল করে দিল বৃষ্টি

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লকডাউন বাস্তবায়নে বেগ পেতে দেখা গেছে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তবে আজ শুক্রবার সকালের ঝুমবৃষ্টি সেই কাজ সহজ করে দিল। সূর্যোদয়ের আগে থেকেই শুরু হয় বৃষ্টি। টানা চলেছে সকাল ১০টা পর্যন্ত। এ সময় ঘর থেকে বের হওয়ার সুযোগই ছিল না। কেউ চাইলেও লকডাউন ভঙ্গ করে ঢাকার পথে বের হতে পারেনি। আষাঢ়ের শুরু থেকে এ বছর এমন সকাল দেখেনি রাজধানীবাসী। শেয়ালভেজা এই বৃষ্টিতে প্রায় জনশূন্য ছিল ঢাকার রাজপথ। 

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে সপ্তাহজুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার। এবারের লকডাউন সফল করতে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কিন্তু তার পরও গতকাল লকডাউন সফলভাবে বাস্তবায়নে হিমশিম খেতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে আজ শুক্রবার বৃষ্টিমুখর সকালে রাজপথে তাদের ডিউটি করার দরকারই পড়েনি। বৃষ্টির দখলে ছিল রাজধানী। ফাঁকা ছিল সড়ক-মহাসড়ক বা অলিগলি। 

সাপ্তাহিক ছুটির দিনে ব্যক্তিগত যানবাহনও তেমন একটা দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র পাল্টেছে। বিভিন্ন সড়কে অল্প কিছু রিকশা, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ চলাচল করতে দেখা গেছে। 

ব্যাংকার আহমেদ সায়েম। ঢাকা মেডিকেলে যাচ্ছিলেন অসুস্থ বাবাকে নিয়ে। রাজধানীর রামপুরা এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। করোনা মহামারির কারণে লকডাউনের পক্ষে থাকলেও ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

এমনই আরেকজন বরকতউল্লাহ। বাড্ডা থেকে উত্তরায় যাচ্ছিলেন তিনি। তাঁর ক্ষোভ রিকশাভাড়া নিয়ে। উত্তরা পর্যন্ত যেতে তাঁকে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। এ নিয়ে অসন্তুষ্ট তিনি। 

পেটের দায়ে রাস্তায় বেরোনো রিকশাচালকদের মাথায় পলিথিন বেঁধে সমানে ভিজতে দেখা যায়। রাস্তায় কোনো মানুষ নেই। তার পরও তাঁরা বের হয়েছেন কেন—এমন প্রশ্নের জবাবে আবদুস সালাম জানান, পেট লকডাউন মানছে না। ঘরে খাবার নিয়ে যেতে না পারলে পরিবার-পরিজন না খেয়ে থাকবে। 

রুবেল আহমেদ নামে এক পথচারীর সঙ্গে কথা হয়। লকডাউন কেমন হচ্ছে, তা বুঝতে আরও দু–এক দিন সময় লাগবে বলে মনে করেন তিনি। 

মাসুদ রানা নামের একজন রিকশায় খিলগাঁও থেকে ধানমন্ডি যাচ্ছিলেন। মাঝপথে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘৩০০ টাকা রিকশাভাড়ায় যাচ্ছি। একদিকে লকডাউন, অন্যদিকে বৃষ্টি। যেহেতু গণপরিবহন নেই, তাই বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যাচ্ছি। এ পর্যন্ত যতটুকু এসেছি, সড়কে মানুষ নেই বললেই চলে।’ 

এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পানি জমে জলজট দেখা দিয়েছে, যা বৃষ্টির দিনে ঢাকার চিরচেনা রূপ। কিছু কিছু এলাকায় বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন লাগিয়ে রিকশার জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। খুব জরুরি কাজ ছাড়া এমন সকালে ঘর থেকে বের হননি রাজধানীর কেউই। 

যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ খণ্ডনের বদলে নিজের পরিস্থিতির কথাই জানালেন আবদুস সবুর। ঢাকায় রিকশা চালান ১০ বছর ধরে। তিনি বলেন, `ভোর থেকে বৃষ্টির কারণে মানুষ নেই, ভাড়াও পাচ্ছি না। সকাল থেকে মাত্র দুইটা ভাড়া হয়েছে। লকডাউন এবার ভালোই চলছে। খুব কম মানুষ রাস্তায় দেখা যাচ্ছে।' 

সরকারি প্রজ্ঞাপন অনুসারে, কঠোর লকডাউন চলাকালে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ। 

সর্বাত্মক লকডাউনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার বিধিনিষেধ অমান্য করে সড়কে ঘোরাঘুরির অপরাধে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে ৫৫০ জনকে। কোনো কারণ ছাড়াই বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। রেকারিং করা হয়েছে ৭৭টি গাড়িকে। আর একই কারণে ছয়টি গাড়ি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত