Ajker Patrika

কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না: মানিকগঞ্জ জেলা প্রশাসক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না: মানিকগঞ্জ জেলা প্রশাসক

কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন, ‘কাউকে ঠকানো যাবে না। ঠকালে শাস্তি পেতে হবে। কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না। ভোক্তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে ব্যবসায়ী ও ভোক্তাদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, খোলা পণ্যের দাম ও তালিকা প্রদর্শন করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পণ্য মূল পণ্যের সঙ্গে রাখা অনিয়ম। খাদ্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বেকারিতে ক্ষতিকর রং মেশানো হচ্ছে, এসব বিষয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত