Ajker Patrika

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণশুনানিতে বক্তব্য দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: বিজ্ঞপ্তি
গণশুনানিতে বক্তব্য দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: বিজ্ঞপ্তি

ব্যাটারিচালিত রিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের থেকে কেনাকাটা না করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ডিএনসিসির অঞ্চল-৭-এর গণশুনানিতে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি যেখানেই গণশুনানিতে যাচ্ছি, দুটি কমন অভিযোগ পাচ্ছি। একটি হলো ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন, আরেকটি হলো ফুটপাত ও রাস্তার অবৈধ হকার উচ্ছেদ করুন।’

তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা বাংলাদেশ সব জায়গায় অবৈধ। সবাই বলছেন ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন, কিন্তু আপনারাই আবার অবৈধ এই যানবাহনে চড়ছেন। আমি সবাইকে আহ্বান করছি আপনারা অবৈধ ব্যাটারিচালিত রিকশায় চড়বেন না। আপনারা না চড়লে তারা নিরুৎসাহিত হবে।’

অটোরিকশা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে সিদ্ধান্ত দিয়েছি, প্রধান সড়কে অটোরিকশা ও রিকশা চলতে পারবে না। ডিএনসিসি থেকে হাই লেভেল কমিটির মাধ্যমে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি অটোরিকশার ডিজাইন করছে। এটি সফলভাবে সম্পন্ন হলে আমরা লাইসেন্স দেব। তখন শুধু সেই লাইসেন্সপ্রাপ্তরা ঢাকার নির্দিষ্ট রোডে চলতে পারবে। প্রধান সড়কে কোনোভাবেই অটোরিকশা চলাচল করতে পারবে না। ট্রাফিক বিভাগ ইতিমধ্যে ট্র‍্যাপার বসানো শুরু করেছে।’

ফুটপাতের অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করার আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক এজাজ বলেন, ‘ঢাকা শহরে প্রতিটি এলাকায় বাজার আছে, মার্কেট আছে। আপনার দয়া করে ফুটপাতের ও রাস্তার অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করে বাজার থেকে ও মার্কেট থেকে কেনাকাটা করুন। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যা সমাধান করা সহজ হবে।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর উদ্দেশে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশনের কর্মীদের পাশাপাশি প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে। কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করি সবাই। কিন্তু আমাদের কর্মীরা কিন্তু সবার বাড়ির ভেতরে গিয়ে ওষুধ দিতে পারে না, এটাও সত্যি। অতএব, দয়া করে নিজেদের ঘরবাড়ি নিজেরা পরিষ্কার করুন।’

উল্লেখ্য, ডিএনসিসির প্রতিটি অঞ্চলে গণশুনানিতে অংশ নিচ্ছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ইতিমধ্যে সাতটি অঞ্চলে গণশুনানি সম্পন্ন হয়েছে। গণশুনানিতে অংশ নিয়ে নাগরিকেরা সরাসরি ডিএনসিসি প্রশাসকের সঙ্গে তাঁদের অভিযোগ, পরামর্শ ও সেবা-সম্পর্কিত বিষয়ে কথা বলেন এবং প্রশ্ন করেন। ডিএনসিসি প্রশাসক সবার প্রশ্ন শোনেন ও জবাব দেন। এ ছাড়া ডিএনসিসির পক্ষ থেকে উপস্থিত সবাইকে একটি ফরম দেওয়া হয়, সবাই যার যার মতামত ও অভিযোগ লিখে জমা দেন।

গণশুনানিতে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং অঞ্চল-৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত