Ajker Patrika

প্রার্থিতা ফিরে পেলেন সৈয়দ নজরুল ইসলামের ছেলে সাফায়েতুল

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭: ৪৩
প্রার্থিতা ফিরে পেলেন সৈয়দ নজরুল ইসলামের ছেলে সাফায়েতুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। 

আজ রোববার দুপুরে তিনি নিজেই এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সৈয়দ সাফায়েতুল ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লড়বেন। 

সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, ‘নির্বাচন করব। খুবি ভালো আছি ও আনন্দে আছি। ইনশা আল্লাহ বিজয় নিয়ে ঘরে ফিরব।’ 

জানা গেছে, একই আসনে তাঁর ছোট বোন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি এবং চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু স্বতন্ত্র প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত