Ajker Patrika

সাভারে চলন্ত বাস থেকে ছুরিসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ছুরিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকডাউন এলাকায় মৌমিতা পরিবহনের বাস থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটককৃতরা হলেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৯), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (২০) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৯) ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘গত তিন মাসে ঢাক-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছিনতাইকারীরা যাত্রীদের নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুটে নেয়। এর পরই ছিনতাইরোধে মহাসড়কের সাভার অংশের বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এসব তল্লাশি চৌকি থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা বাসে তল্লাশি চালানো হচ্ছে ।

শাহীনুর কবীর আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত