Ajker Patrika

বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার-রিপিটারসহ গ্রেপ্তার ১

আপডেট : ০৭ জুন ২০২২, ১৮: ১১
বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার-রিপিটারসহ গ্রেপ্তার ১

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার, রিপিটারসহ ১ জনকে গ্রেপ্তার র‍্যাব-৩। সোমবার রাত ১২টার দিকে শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে (৪৭) গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ জানিয়েছে, গোয়েন্দা তথ্য এবং এর আগে র‍্যাব-৩ কর্তৃক গ্রেপ্তার অবৈধ নেটওয়ার্ক জ্যামার ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে র‍্যাব-৩ দল জানতে পারে, অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয়কারী চক্রের কতিপয় সদস্য দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয় করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল এবং বিটিআরসির প্রতিনিধি সোমবার দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. লোকমান হোসেনকে গ্রেপ্তার করে। 

এ সময়, তাঁর কাছ থেকে মোবাইল নেটওয়ার্ক বুস্টার/রিপিটার ৭টি, বুস্টারের আউটডোর অ্যানটেনা ২৯টি, বুস্টারের ইনডোর অ্যানটেনা ৫৪টি, বুস্টারের কেব্ল ২টি, মোবাইল ফোন ১টি এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। 

র‍্যাব-৩ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লোকমান জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয় করে আসছিলেন। ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি উচ্চমূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার, রিপিটারসহ এর যন্ত্রাংশ লাইসেন্স ব্যতীত অবৈধভাবে বিক্রি করে থাকে।  

গ্রেপ্তার লোকমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত