Ajker Patrika

এখন যাঁরা এমপি হয়েছেন তাঁরা এমপি হওয়ার যোগ্য নন: বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০০: ১৫
এখন যাঁরা এমপি হয়েছেন তাঁরা এমপি হওয়ার যোগ্য নন: বঙ্গবীর কাদের সিদ্দিকী

এখন যাঁরা এমপি হয়েছেন তাঁরা এমপি হওয়ার যোগ্য নন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদতলে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘আমার লেজ ধরার চেষ্টা কইরেন না। আমি কারোর লেজ ধরি না। বঙ্গবন্ধু মারা যাওয়াতে দেশের কার কি ক্ষতি হয়েছে, পরিবারের কি ক্ষতি হয়েছে তা জানি না। তবে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি যত দিন বেঁচে থাকব তত দিন বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বেঁচে থাকব।’ 

অনুষ্ঠানে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘বঙ্গবন্ধু ২৪ জানুয়ারি টাঙ্গাইলে এসে অস্ত্র জমা নিয়েছিলেন। অস্ত্র জমা দিলাম বিন্দুবাসিনী স্কুল মাঠে অথচ এখানে কোনো চিহ্ন নেই। টাঙ্গাইলের ডাকবাংলাতে বঙ্গবন্ধু প্রথম এসেছিলেন। গত ১৩-১৪ বছরে বাংলাদেশে অনেক লুটপাট হয়েছে। কিন্তু সরকারি উদ্যোগে টাঙ্গাইলে কোনো মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র হয়নি। এ ছাড়া নেই আমাদের অস্ত্র জমা দেওয়ারও স্মৃতি চিহ্ন। সেই স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্তম্ভ করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকের কাছে দাবি জানাই’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদান উদ্‌যাপন কমিটির সভাপতি আবু মোহাম্মদ এনায়েত করিম। এ সময় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, কবি বুলবুল খান মাহবুব, কবি আল মুজাহিদী, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত