শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় তিনটি মামলা হয়েছে। সংঘর্ষে জড়িত বিবদমান দুই পক্ষ শ্যামনগর থানায় পরস্পরের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার এসব মামলা করেন। সংঘাতের ঘটনায় আহতদের স্বজনদের দায়েরকৃত মামলায় প্রতিপক্ষের ৬৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শ্যামনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দিন সংঘর্ষের ঘটনায় আহত আব্দুর নুরের ভাই আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান এবং তাঁর নিকটাত্বীয়সহ কর্মীদের আসামি করা হয়েছে।
একই রাতে সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮-২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সাবেক এ ছাত্রলীগ নেতার মামলায় সংসদীয় আসনের নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সফিউল আযম লেনিনকে প্রধান আসামি করা হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল্লাহ মোড়লের স্ত্রী কুমকুম খাতুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। কুমকুম খাতুনের মামলাতেও গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আযম লেনিনকে প্রধান আসামি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, হামলার শিকার ব্যক্তিদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে তিনটি মামলা রুজু হয়েছে। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উল্লেখ্য, ৮ জানুয়ারি দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য আতাউল হক দোলনকে ফুল দিতে যাওয়ার সময় সফিউল আযম লেনিনের সমর্থকেরা মিজানুর রহমানসহ তাঁর গাড়িচালককে মারধর করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার কিছু পরে সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুরের সমর্থকেরা সফিউল আযমের সমর্থকদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর ছয়জনকে সাতক্ষীরা মেডিকেলে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় তিনটি মামলা হয়েছে। সংঘর্ষে জড়িত বিবদমান দুই পক্ষ শ্যামনগর থানায় পরস্পরের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার এসব মামলা করেন। সংঘাতের ঘটনায় আহতদের স্বজনদের দায়েরকৃত মামলায় প্রতিপক্ষের ৬৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শ্যামনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দিন সংঘর্ষের ঘটনায় আহত আব্দুর নুরের ভাই আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান এবং তাঁর নিকটাত্বীয়সহ কর্মীদের আসামি করা হয়েছে।
একই রাতে সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮-২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সাবেক এ ছাত্রলীগ নেতার মামলায় সংসদীয় আসনের নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সফিউল আযম লেনিনকে প্রধান আসামি করা হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল্লাহ মোড়লের স্ত্রী কুমকুম খাতুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। কুমকুম খাতুনের মামলাতেও গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আযম লেনিনকে প্রধান আসামি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, হামলার শিকার ব্যক্তিদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে তিনটি মামলা রুজু হয়েছে। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উল্লেখ্য, ৮ জানুয়ারি দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য আতাউল হক দোলনকে ফুল দিতে যাওয়ার সময় সফিউল আযম লেনিনের সমর্থকেরা মিজানুর রহমানসহ তাঁর গাড়িচালককে মারধর করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার কিছু পরে সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুরের সমর্থকেরা সফিউল আযমের সমর্থকদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর ছয়জনকে সাতক্ষীরা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
১৫ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
২০ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে