Ajker Patrika

গণ পরিবহনে যাত্রীদের ভোগান্তি শুরু রাত থেকেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ০৭: ৩৪
গণ পরিবহনে যাত্রীদের ভোগান্তি শুরু রাত থেকেই 

জ্বালানী তেলের দাম বাড়ায় রাত থেকেই সাধারণ যাত্রীদের ওপর এর প্রভাব পড়তে শুরু করেছে। সরেজমিনে দেখা যায়, রাস্তায় যাত্রী তোলার আগেই বাসের কন্ডাক্টর জিজ্ঞাসা করছেন যাত্রীরা কোথায় যাবেন। শুধু তাই নয় যাত্রীদের আগেই বর্ধিত ভাড়া জানিয়ে দিচ্ছেন কন্ডাক্টর। আবার একই কোম্পানির বাসগুলোতে যাত্রী কম থাকলে তাদেরই অপর গাড়িতে উঠিয়ে দিয়ে কিছু বাস কাউন্টারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় রামপুরা ট্রাফিক বক্স, পল্টন মোড়, কাকরাইল মোড়, মালিবাগ মোড়, ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড়ের দেখা যায় এ চিত্র ।

এ সময় রাস্তায় যাত্রীবাহী বাসসহ অন্যান্য গাড়ি অনেক কম দেখা গেছে। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন কোম্পানির গাড়িগুলোর চলাচলে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। এর মধ্যে সেসব গাড়ি চলছে তাঁর বেশির ভাগই কাভার্ড ভ্যান। 

ভিক্টর ক্ল্যাসিক বাসের একজন কন্ডাক্টরের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, 'আমরা ভাড়া একটু বেশি চাইলেই যাত্রীদের সঙ্গে কথা-কাটাকাটি হচ্ছে। আগামীকাল থেকে ধর্মঘট চলবে। ভাড়া বাড়লে তারপর আবার রাস্তায় গাড়ি নামবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত