Ajker Patrika

যানজটের সুযোগে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা

শহীদুল ইসলাম, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৪: ২০
যানজটের সুযোগে এক্সপ্রেসওয়েতে উঠে গেছে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
যানজটের সুযোগে এক্সপ্রেসওয়েতে উঠে গেছে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে সিএনজি চালকদের অবরোধের কারণে এয়ারপোর্ট রোডে ব্যাপক যানজট তৈরি হয়েছে। এই সুযোগে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বনানী লুপ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেল।

মোটরসাইকেলসহ তিন চাকার সব ধরনের যান এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা নিষিদ্ধ।

বনানীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বলেন, বিআরটিএর সামনে অবরোধ থাকায় এয়ারপোর্ট রোডে ব্যাপক যানজটের তৈরি হয়েছে।

সরেজমিন দেখা যায়, বিআরটিএর সামনে অবরোধের কারণে রেডিসন হোটেলের সামনে থেকে মহাখালীর দিকে পুরো সড়ক ব্লক হয়ে আছে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল আরোহীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠার বনানী লুপের নিরাপত্তা বেষ্টনী ভেঙে পথশুল্ক পরিশোধের ব্যারিকেডের সামনে অবস্থান নেন। তখন নিরাপত্তা কর্মীরা তাদের এক্সপ্রেসওয়েতে উঠতে বাধা দেন। এরপরও বিপুলসংখ্যক মোটরসাইকেল আরোহী জোর করে কোনো ধরনের পথশুল্ক পরিশোধ না করেই এক্সপ্রেসওয়েতে উঠে পড়েন।

মোটরসাইকেল আরোহীদের এক্সপ্রেসওয়েতে উঠতে দেখে সিএনজি চালকেরাও এক্সপ্রেসওয়েতে ওঠেন। এ সময় বেশ কিছু প্রাইভেটকারকে পথশুল্ক পরিশোধ না করেই এক্সপ্রেসওয়েতে উড়তে দেখা যায়।

একপর্যায়ে নিরাপত্তা কর্মীরা এক্সপ্রেসওয়েতে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেন। এরপরেও মোটরসাইকেল আরোহীরা এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য সেখানে ভিড় করেন। নিরাপত্তা কর্মীরা বাধা দিলেও মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল থেকে নেমে নিজেরাই নিরাপত্তা বেষ্টনী সরিয়ে দল বেঁধে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেন। এ সময় বেশ কিছু সিএনজি অটোরিকশা এক্সপ্রেসওয়েতে ওঠে। এই সুযোগে বেশ কিছু প্রাইভেটকারও শুল্ক পরিশোধ না করেই এক্সপ্রেসওয়েতে ওঠে।

নিরাপত্তা কর্মীরা কোনোমতেই মোটরসাইকেল চালকদের ঠেকাতে পারছেন না। ছবি: আজকের পত্রিকা
নিরাপত্তা কর্মীরা কোনোমতেই মোটরসাইকেল চালকদের ঠেকাতে পারছেন না। ছবি: আজকের পত্রিকা

এক্সপ্রেসওয়ের বনানী লুপের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কথা কেউ শুনছে না, আমরা নিরুপায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

বনানী লুপ দিয়ে মোটরসাইকেল আরোহী এবং সিএনজি চালকদের জোর করে এক্সপ্রেসওয়েতে ওঠার দৃশ্য প্রাইভেটকারে বসে দেখছিলেন এক ব্যক্তি। গাড়িতে বসে ক্ষোভ প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, ‘এ যেন মগের মুল্লুক!’

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘বনানীতে আন্দোলনকারীদের কারণে মেইন রোড বন্ধ হয়ে গেছে। ফলে ইমারজেন্সি কিছু যানবাহনকে আমরা যেতে দিয়েছি।’

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা ত্রি-হুইলার মালিক সমিতির যুগ্ম আহবায়ক আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা মহানগরে প্রায় ৩ হাজার সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি বিআরটিএ বনানী অফিসের সামনে। আজ সকাল ১০টা থেকে আমরা এই কর্মসূচি পালন করছি। দীর্ঘদিন ধরে এসব গাড়ি ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি না থাকায় আমরা কর্মহীন হয়ে পড়েছি। বিআরটিএর সঙ্গে আমাদের আলোচনা চলছে এখনো সমাধান হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত