হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
গত রমজানে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক যুবক। কিন্তু এক মাস পেরোলেও দেশে ফেরেনি তাঁর লাশ। স্বজনেরা ঢাকায় সৌদি আরব দূতাবাস খুঁজতে এসে পড়েছেন দালালদের খপ্পরে। মিরপুর থানায় গিয়েও পাননি সহযোগিতা। তাঁদের স্বজন হারোনোর শোক–আহাজারি স্পর্শ করছে না প্রশাসনের গতর।
নিহত ওই রেমিট্যান্স যোদ্ধার নাম মোরশেদ আলম (৩৫)। তিনি উপজেলার ৬ নম্বর বড়কূল পূর্ব ইউনিয়নের দিগছাইল ব্যাপারী বাড়ির মৃত লোকমান হোসেনের ছেলে।
জানা যায়, গত ১৫ এপ্রিল (২৩ রমজান) সৌদি আরবের নাজরান এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোরশেদ আলম মারা যান। বাংলাদেশে তাঁর পরিবার এ খবর পায় ২৩ এপ্রিল। এরপর থেকেই মোরশেদের স্ত্রী ও চার সন্তানসহ স্বজনদের আহাজারি যেন থামছে না। তাঁরা শুধু চান মোরশেদ আলমের মরদেহ দেশে এনে পারিবারিক গোরস্থানে কবর দিতে।
স্বজনেরা ইতিমধ্য বেশ কয়েকবার বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সন্ধানে গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকা খুইয়েছেন। সহযোগিতা করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না তাঁরা। ঢাকা মিরপুর থানায় গিয়েও সহযোগিতা না পেয়ে ফিরে আসতে হয়েছে।
এদিকে সৌদি আরবের হিমাগারে মোরশেদ আলমের লাশ প্রায় এক মাসের বেশি সময় ধরে পড়ে আছে। সেখানকার বাংলাদেশি শ্রমিকদের নেতা (ফোরম্যান) কুমিল্লার সুমন জানান, সৌদি আরবের সকল কাগজপত্র ঠিক করে রাখা হয়েছে। তবে বাংলাদেশ থেকে কোনো ক্লিয়ারেন্স না পাওয়া লাশ হস্তান্তর করা হচ্ছে না।
এ বিষয়ে রেমিট্যান্স যোদ্ধা নিহত মোরশেদ আলমের ভাই আবদুস সামাদ বলেন, ‘আমার ভাই প্রায় ৭ বছর আগে সৌদিতে যায়। গত ২৩ এপ্রিল খবর পাই সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। লাশ ফিরে পেতে ভাতিজা এমরান হোসেনকে নিয়ে কয়েকবার সৌদি দূতাবাসের সন্ধানে গিয়েছি। অনেক হয়রানির পর সর্বশেষ এয়ারপোর্টে গিয়ে কাগজপত্র আংশিক ঠিক করে সৌদি দূতাবাসে জমা দিয়েছি। কিন্তু পরে কি হবে তা আমাদের কিছুই বলেনি। আমি ভাইয়ের লাশ ফিরে পেতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘নিহতের পরিবার আমার কাছে যেভাবে সহযোগিতা চেয়েছে, আমি চেষ্টা করেছি সহযোগিতা করার। কিন্তু পরবর্তীতে কি হয়েছে তা আমাকে জানায়নি। তারপরেও আমি প্রয়োজনে স্থানীয় সংসদ সদস্যর সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করব।’
গত রমজানে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক যুবক। কিন্তু এক মাস পেরোলেও দেশে ফেরেনি তাঁর লাশ। স্বজনেরা ঢাকায় সৌদি আরব দূতাবাস খুঁজতে এসে পড়েছেন দালালদের খপ্পরে। মিরপুর থানায় গিয়েও পাননি সহযোগিতা। তাঁদের স্বজন হারোনোর শোক–আহাজারি স্পর্শ করছে না প্রশাসনের গতর।
নিহত ওই রেমিট্যান্স যোদ্ধার নাম মোরশেদ আলম (৩৫)। তিনি উপজেলার ৬ নম্বর বড়কূল পূর্ব ইউনিয়নের দিগছাইল ব্যাপারী বাড়ির মৃত লোকমান হোসেনের ছেলে।
জানা যায়, গত ১৫ এপ্রিল (২৩ রমজান) সৌদি আরবের নাজরান এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোরশেদ আলম মারা যান। বাংলাদেশে তাঁর পরিবার এ খবর পায় ২৩ এপ্রিল। এরপর থেকেই মোরশেদের স্ত্রী ও চার সন্তানসহ স্বজনদের আহাজারি যেন থামছে না। তাঁরা শুধু চান মোরশেদ আলমের মরদেহ দেশে এনে পারিবারিক গোরস্থানে কবর দিতে।
স্বজনেরা ইতিমধ্য বেশ কয়েকবার বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সন্ধানে গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকা খুইয়েছেন। সহযোগিতা করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না তাঁরা। ঢাকা মিরপুর থানায় গিয়েও সহযোগিতা না পেয়ে ফিরে আসতে হয়েছে।
এদিকে সৌদি আরবের হিমাগারে মোরশেদ আলমের লাশ প্রায় এক মাসের বেশি সময় ধরে পড়ে আছে। সেখানকার বাংলাদেশি শ্রমিকদের নেতা (ফোরম্যান) কুমিল্লার সুমন জানান, সৌদি আরবের সকল কাগজপত্র ঠিক করে রাখা হয়েছে। তবে বাংলাদেশ থেকে কোনো ক্লিয়ারেন্স না পাওয়া লাশ হস্তান্তর করা হচ্ছে না।
এ বিষয়ে রেমিট্যান্স যোদ্ধা নিহত মোরশেদ আলমের ভাই আবদুস সামাদ বলেন, ‘আমার ভাই প্রায় ৭ বছর আগে সৌদিতে যায়। গত ২৩ এপ্রিল খবর পাই সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। লাশ ফিরে পেতে ভাতিজা এমরান হোসেনকে নিয়ে কয়েকবার সৌদি দূতাবাসের সন্ধানে গিয়েছি। অনেক হয়রানির পর সর্বশেষ এয়ারপোর্টে গিয়ে কাগজপত্র আংশিক ঠিক করে সৌদি দূতাবাসে জমা দিয়েছি। কিন্তু পরে কি হবে তা আমাদের কিছুই বলেনি। আমি ভাইয়ের লাশ ফিরে পেতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘নিহতের পরিবার আমার কাছে যেভাবে সহযোগিতা চেয়েছে, আমি চেষ্টা করেছি সহযোগিতা করার। কিন্তু পরবর্তীতে কি হয়েছে তা আমাকে জানায়নি। তারপরেও আমি প্রয়োজনে স্থানীয় সংসদ সদস্যর সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করব।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩১ মিনিট আগে