Ajker Patrika

আরেক মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৪ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: সংগৃহীত

সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে আরেক হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে হৃদয় আহমেদ নামের একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম সাভারে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে এনামুর রহমানকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর হৃদয় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হৃদয় হত্যা মামলার এজাহারে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে ওই দিন সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যান ৩৫ জন। প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশকে ঘিরে ফেলে।

বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ (২২)। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যান তিনি।

পরে ৩০ আগস্ট সাভার মডেল থানায় হৃদয় আহমেদের বাবা রাজু আহমেদের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত