Ajker Patrika

কর্মচারীদের মেস থেকেই আগুন লাগে প্লাস্টিকের গোডাউনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১১: ৫১
কর্মচারীদের মেস থেকেই আগুন লাগে প্লাস্টিকের গোডাউনে

রাজধানীর নবাবপুরে সুরিটোলা মার্কেটের পাশে লাগা আগুনে কয়েকটি প্লাস্টিক মজুত রাখা গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, দোতলা ওই ভবনের কর্মচারীদের মেস থেকে আগুনের সূত্রপাত। তবে মানুষের কোনো হতাহতের ঘটনা জানাতে পারেনি তারা। 

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে আমরা গ্যাসলাইন ও সিলিন্ডার পেয়েছি। তবে আগুন কিসের মাধ্যমে আগুন লেগেছে, সেটা নিশ্চিত হতে পারিনি।’ 

পর পর এভাবে আগুন লাগা কোনো নাশকতা কি না, সেই প্রশ্ন নিজেই তুলে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের সংস্থাগুলো তদন্ত করে দেখছে, আসলে এসব দুর্ঘটনা না নাশকতা।’

পাশের ভবনের বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, দোতলা ওই ভবনের ওপরে টিনশেড, কেমিক্যালের গোডাউন, বেকারি ও অন্য প্লাস্টিক মজুত ছিল। দোতলায় আগুনের খবর পাই সাড়ে ৯টায়। এরপর ১০টার দিকে আগুন বাড়তে থাকে। 

এর আগে আজ বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের টিনশেডের গুদামটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত