নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নবাবপুরে সুরিটোলা মার্কেটের পাশে লাগা আগুনে কয়েকটি প্লাস্টিক মজুত রাখা গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, দোতলা ওই ভবনের কর্মচারীদের মেস থেকে আগুনের সূত্রপাত। তবে মানুষের কোনো হতাহতের ঘটনা জানাতে পারেনি তারা।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে আমরা গ্যাসলাইন ও সিলিন্ডার পেয়েছি। তবে আগুন কিসের মাধ্যমে আগুন লেগেছে, সেটা নিশ্চিত হতে পারিনি।’
পর পর এভাবে আগুন লাগা কোনো নাশকতা কি না, সেই প্রশ্ন নিজেই তুলে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের সংস্থাগুলো তদন্ত করে দেখছে, আসলে এসব দুর্ঘটনা না নাশকতা।’
পাশের ভবনের বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, দোতলা ওই ভবনের ওপরে টিনশেড, কেমিক্যালের গোডাউন, বেকারি ও অন্য প্লাস্টিক মজুত ছিল। দোতলায় আগুনের খবর পাই সাড়ে ৯টায়। এরপর ১০টার দিকে আগুন বাড়তে থাকে।
এর আগে আজ বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের টিনশেডের গুদামটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
রাজধানীর নবাবপুরে সুরিটোলা মার্কেটের পাশে লাগা আগুনে কয়েকটি প্লাস্টিক মজুত রাখা গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, দোতলা ওই ভবনের কর্মচারীদের মেস থেকে আগুনের সূত্রপাত। তবে মানুষের কোনো হতাহতের ঘটনা জানাতে পারেনি তারা।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে আমরা গ্যাসলাইন ও সিলিন্ডার পেয়েছি। তবে আগুন কিসের মাধ্যমে আগুন লেগেছে, সেটা নিশ্চিত হতে পারিনি।’
পর পর এভাবে আগুন লাগা কোনো নাশকতা কি না, সেই প্রশ্ন নিজেই তুলে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের সংস্থাগুলো তদন্ত করে দেখছে, আসলে এসব দুর্ঘটনা না নাশকতা।’
পাশের ভবনের বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, দোতলা ওই ভবনের ওপরে টিনশেড, কেমিক্যালের গোডাউন, বেকারি ও অন্য প্লাস্টিক মজুত ছিল। দোতলায় আগুনের খবর পাই সাড়ে ৯টায়। এরপর ১০টার দিকে আগুন বাড়তে থাকে।
এর আগে আজ বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের টিনশেডের গুদামটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক...
১৪ মিনিট আগেকারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেব হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
২৮ মিনিট আগেময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল শাখার দুই নেতাকে ঘিরে তুমুল সমালোচনা চলছে। ছাত্রলীগকে পুনর্বাসনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ।
১ ঘণ্টা আগেরাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু ওরফে টেরা বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। তাঁর নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১ ঘণ্টা আগে