Ajker Patrika

হত্যা মামলায় সাবেক এমপি মাসুদা ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৮: ২৩
হত্যা মামলায় সাবেক এমপি মাসুদা ২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় মো. সিরাজুল বেপারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাসুদা সিদ্দিক রোজীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

দুপুরের পর এই সাবেক সংসদ সদস্যকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই নাজমুল হুদা। অন্যদিকে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল বেপারী অংশ নেন। মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া তিনটি গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন সিরাজুল। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় ১ সেপ্টেম্বর তাঁর খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, মাসুদা সিদ্দিক রোজী এ মামলার এজাহারনামীয় আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত এবং ঘটনার ইন্ধনদাতাদের শনাক্ত করতে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত