নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের আগুনে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নায়েব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দগ্ধদের উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন গৃহকর্তা নায়েব আলীর স্ত্রী আমেনা বেগম (৬০), প্রতিবেশী আব্দুর রশিদের স্ত্রী শিল্পী আক্তার (৩৫), সেলিম মিয়ার মেয়ে জিসান (২০), আব্দুর রশিদের ছেলে সজীব (৭), আমজাদ হোসেনের ছেলে সুরাজ মোল্লা (২৬), হযরত আলীর ছেলের সোলায়মান (১৪) ও কাউসার হোসেনের স্ত্রী হালিমা আক্তার (৪২) ।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীরা জানান, নায়েব আলীর স্ত্রী আমেনা বেগম আজ সন্ধ্যায় ঘরে তালা দিয়ে বাইরে যান। এ সময় পাশের ভাড়াটিয়ারা তাঁর ঘরের ভেতরে সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার আঁচ করতে পেরে মোবাইল ফোনে বিষয়টি আমেনাকে জানান। তিনি দরজা ভেঙে ভেতর থেকে সিলিন্ডার বের করার পরামর্শ দেন। তাঁর কথা মতো স্বজন ও প্রতিবেশীরা হাতুড়ি দিয়ে দরজার ভাঙতে শুরু করেন। এ সময় হাতুড়ির আঘাতে সৃষ্ট স্পার্ক থেকে ঘরের ভেতরে আগুন ধরে যায়।
প্রতিবেশী মোহাম্মদ আকাশ বলেন, তালা ভাঙার সময় আমেনা বেগমসহ অগ্নিদগ্ধরা দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘরের ভেতরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ঘর থেকে বের হয়ে এলে আমেনা বেগম ও তাঁর প্রতিবেশীরা দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, অগ্নিদগ্ধদের হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকার সাভারে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের আগুনে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নায়েব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দগ্ধদের উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন গৃহকর্তা নায়েব আলীর স্ত্রী আমেনা বেগম (৬০), প্রতিবেশী আব্দুর রশিদের স্ত্রী শিল্পী আক্তার (৩৫), সেলিম মিয়ার মেয়ে জিসান (২০), আব্দুর রশিদের ছেলে সজীব (৭), আমজাদ হোসেনের ছেলে সুরাজ মোল্লা (২৬), হযরত আলীর ছেলের সোলায়মান (১৪) ও কাউসার হোসেনের স্ত্রী হালিমা আক্তার (৪২) ।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীরা জানান, নায়েব আলীর স্ত্রী আমেনা বেগম আজ সন্ধ্যায় ঘরে তালা দিয়ে বাইরে যান। এ সময় পাশের ভাড়াটিয়ারা তাঁর ঘরের ভেতরে সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার আঁচ করতে পেরে মোবাইল ফোনে বিষয়টি আমেনাকে জানান। তিনি দরজা ভেঙে ভেতর থেকে সিলিন্ডার বের করার পরামর্শ দেন। তাঁর কথা মতো স্বজন ও প্রতিবেশীরা হাতুড়ি দিয়ে দরজার ভাঙতে শুরু করেন। এ সময় হাতুড়ির আঘাতে সৃষ্ট স্পার্ক থেকে ঘরের ভেতরে আগুন ধরে যায়।
প্রতিবেশী মোহাম্মদ আকাশ বলেন, তালা ভাঙার সময় আমেনা বেগমসহ অগ্নিদগ্ধরা দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘরের ভেতরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ঘর থেকে বের হয়ে এলে আমেনা বেগম ও তাঁর প্রতিবেশীরা দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, অগ্নিদগ্ধদের হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে নিখোঁজের ১৯ দিন পর মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের একটি ডোবা থেকে দেহ এবং আজ শনিবার সকালে মাথা ও হাত উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেবাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।
২০ মিনিট আগেপাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
৪২ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
১ ঘণ্টা আগে